জবাব
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
নামাজে কাপড় পাক রাখা ফরজ,শর্ত।
আল্লাহ তায়ালা বলেছেন
وثيابك فطهر
কাপড় পবিত্র রাখো,,,
(সুরা আল মুদ্দাচ্ছির ০৪)
★নাপাক কাপড় নিয়ে নামাজ পড়া যেহেতু জায়েজ নেই,তাই প্রশ্নে উল্লেখিত ছুরতে কাপড়/ স্যানিটারি ন্যাপকিন যাতে ব্লাড লেগে আছে তা চেঞ্জ করে পবিত্র হয়ে নামাজ আদায় করতে হবে।
নামাজ অবস্থায় যদি ইস্তেহাযা শুরু হয় তাহলে সেই নামাজ ওযু করে পুনরায় আদায় করতে হবে।
তবে আপনি যদি মা'যুর হোন,তাহলে বিধান ভিন্ন হবে।
এক্ষেত্রে সেই কাপড়ে নামাজ আদায় করতে পারবেন,এবং প্রশ্নে উল্লেখিত অবস্থায় নামাজ পুনরায় আদায় করতে হবেনা,ঐ অবস্থাতেই নামাজ চালিয়ে যেতে পারবেন।
আপনি মা'যুর কিনা,এ সংক্রান্ত জানুনঃ
মা'যুরের বিধান ইস্তেহাজা ওয়ালা মহিলার ন্যায়।
আবু দাউদ শরীফের ১৮০ নং হাদীসে এসেছেঃ
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مَخْلَدٍ الطَّالْقَانِيُّ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، - يَعْنِي ابْنَ مَغْرَاءَ - حَدَّثَنَا الأَعْمَشُ، أَخْبَرَنَا أَصْحَابٌ، لَنَا عَنْ عُرْوَةَ الْمُزَنِيِّ، عَنْ عَائِشَةَ، بِهَذَا الْحَدِيثِ . قَالَ أَبُو دَاوُدَ قَالَ يَحْيَى بْنُ سَعِيدٍ الْقَطَّانُ لِرَجُلٍ احْكِ عَنِّي أَنَّ هَذَيْنِ - يَعْنِي حَدِيثَ الأَعْمَشِ هَذَا عَنْ حَبِيبٍ وَحَدِيثَهُ بِهَذَا الإِسْنَادِ فِي الْمُسْتَحَاضَةِ أَنَّهَا تَتَوَضَّأُ لِكُلِّ صَلَاةٍ
উরওয়াহ আল-মুযানী ‘আয়িশাহ্ (রাঃ) সূত্রে উপরোক্ত হাদীস বর্ণনা করেন। ইমাম আবূ দাউদ (রহঃ) বলেন, ইয়াহ্ইয়াহ্ ইবনু সাঈদ আল-কাত্তান এক ব্যক্তিকে এ মর্মে আদেশ দেন, আমার সূত্রে ঐ হাদীস দু’টি বর্ণনা কর। অর্থাৎ আ‘মাশের হাদীস এবং একই সানাদে ইস্তিহাযা রোগিনী’’ সম্পর্কে বর্ণিত তার ঐ হাদীস যাতে রয়েছে, ‘ইস্তিহাযা রোগিনী প্রত্যেক সলাতের জন্যই অযু করবে।’