জবাব
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
হাদীস শরীফে এসেছেঃ
حَدَّثَنَا الرَّبِيعُ بْنُ سُلَيْمَانَ الْمُؤَذِّنُ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، عَنْ سُلَيْمَانَ، - يَعْنِي ابْنَ بِلاَلٍ - عَنِ الْعَلاَءِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، أُرَاهُ عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " إِذَا مَاتَ الإِنْسَانُ انْقَطَعَ عَنْهُ عَمَلُهُ إِلاَّ مِنْ ثَلاَثَةِ أَشْيَاءَ مِنْ صَدَقَةٍ جَارِيَةٍ أَوْ عِلْمٍ يُنْتَفَعُ بِهِ أَوْ وَلَدٍ صَالِحٍ يَدْعُو لَهُ " .
রাবী ‘ইবন সুলায়মান মুআযযিন (রহঃ) ............. আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। রাসূলূল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যখন মানুষ মারা যায়, তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। কিন্তু তিনটি আমলের সাওয়াব মৃত্যুর পরেও বন্ধ হবে না। ১. সাদকায়ে জারিয়া, ২. ঐ ‘ইলম, যা দিয়ে উপকার করা যায় এবং ৩. ঐ নেক সন্তান, যে তার পিতার জন্য দু‘আ করে।
(আবু দাউদ ২৮৭০)
★★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
মৃত ব্যাক্তির নামে টিউবওয়েল সদকাহ করলে সেটি সদকায়ে জারিয়াহ হবে।
ধনী গরিব সকলেও সেটির পানি পান করতে পারবে।
,
মৃত ব্যক্তির নামে মানুষকে খাওয়ালে স ধনী গরিব সকলকে দাওয়াত করা হলে সেটি ধনী গরিব সকলেই খেতে পারবে।
তবে ধনীরা খেলে যেহেতু মৃত ব্যাক্তির জন্য ছওয়াব হবেনা,তাই উলামায়ে কেরামগন মৃত ব্যক্তির মাগফেরাতের জন্য ধনীদের খাওয়াতে নিষেধ করে থাকেন।
শরীয়তের নীতিমালা মেনে গরীবদের খাওয়ানোর পরামর্শ প্রদান করে থাকেন।