আমার প্রশ্ন হলো একজন প্রাপ্ত বয়স্ক ছেলে মেয়ে দ্বীনকে প্রাধান্য দিয়ে কুফুতে মিল রেখে বিয়ে করেছে কিন্তু মেয়ের পরিবারের কেউ জানে না শুধু ছেলের পরিবার জানে মেয়ের পরিবার থেকে অভিভাবকের দ্বায়িত্ব পালন করবে এমন কেউ নেই সে ক্ষেত্রে যখন তাদের পরিবার গতভাবে বিয়ে করতে যাবে তখন যদি পুনরায় হুজুরকে দিয়ে বিয়ে পড়ানো হয় এটা কি জায়েজ হবে? মানে প্রথমেই তো তারা বিয়ে করে ফেলেছে কিন্তু পরবর্তীতে পরিবারগত ভাবে যখন বিয়ে করবে তখন হুজুরকে দিয়ে আবার বিয়ে পড়ানো যাবে কি?