আমি গোলাম মোর্শেদ পান্থ। যাকে আপনি আব্দুল্লাহ বলে জানেন।.গতকাল রাতে ও আজকে সকালে ফোনে আপনার কথা আমি স্পষ্ট বুঝিনি।।তাই আবার জিজ্ঞাসা করছি।।ফোনে আপনি হ্যা বলছেন নাকি না বলছেন বুঝিনি।এখন একটু আর একবার বলেন।
১/ আমি গোলাম মোর্শেদ পান্থ। আমাকে যে হুরমতের বিধান দিয়েছিলেন যে "হুরমতের সকল চিন্তাভাবনা( যাদের সাথে হুরমত সাব্যস্ত হয় ঐ সকল মানুষদের স্পর্শ করার সময় কামভাব জাগল এটা ভাবা, যাদের সাথে হুরমত সাব্যস্ত হয় ঐ সকল মানুষদের স্পর্শের সময় উত্তেজনা আসল/জাগল ও কামভাব জাগল এটা ভাবা ,হুরমত হয়ে গেল এটা ভাবা, হুরমত সংক্রান্ত সব চিন্তা) আমার জন্য আজীবন ওয়াসওয়াসা।হুরমতের এই বিধান কখনো কোনোভাবে পরিবর্তন হবে না।". হুরমতের এই বিধান কী আমি অন্য কোনো ওয়াসওয়াসার রোগীকে দিতে পারব।নাকি হুরমতের এই বিধান শুধুমাত্র আমার জন্য প্রযোজ্য।
২/ আমি গোলাম মোর্শেদ পান্থ।আমার জন্য হুরমতের সকল চিন্তা মানে হুরমত নিয়ে ভাবা, যাদের সাথে হুরমত সাব্যস্ত হয় ঐ সকল মানুষদের স্পর্শ করার সময় কামভাব জাগল ও উত্তেজনা আসল/জাগল এটা ভাবা,হুরমত হয়ে গেল এটা ভাবা,সহ সকল হুরমতের চিন্তা করা আজীববের জন্য ওয়াসওয়াসা।।হুরমতের এই বিধান কী কোনোভাবেই পরিবর্তন হবে না।
৩/ আমি গোলাম মোর্শেদ পান্থ।আমার জন্য হুরমত হল বা হুরমত নিয়ে সকল চিন্তা করা, যাদের সাথে হুরমত সাব্যস্ত হয় ঐ সকল মানুষদের স্পর্শ করার সময় কামভাব জাগল এটা ভাবা, যাদের সাথে হুরমত সাব্যস্ত হয় ঐ সকল মানুষদের স্পর্শ করার সময় উত্তেজনা আসল/জাগল এটা ভাবা সহ হুরমতের সকল চিন্তা করা ওয়াসওয়াসা । হুরমতের এই বিধান কী আমার জন্য প্রযোজ্য বিধান আজীবনের জন্য।.
৪/ পবিত্রতার ক্ষেত্রে আমার বিধান আর বাকি সবার বিধান কী একই
৫/ মোট ফরজ সালাত কত রাকাত ও সুন্নত কত রাকাত
আজকে ২৬/১১/২১. সময়ঃদুপুর ১ঃ৩৫