প্রশ্নে উল্লেখিত ছুরতে শুধুমাত্র কাপড় বা টিস্যু দিয়ে বাচ্চার শরীর মুছে দেওয়ার দ্বারা বাচ্চার শরীর পাক হবেনা।
হাদিস শরিফে এসেছে,
عَنْ عَائِشَةَ أُمِّ الْمُؤْمِنِينَ، أَنَّهَا قَالَتْ أُتِيَ رَسُولُ اللَّهِ ﷺ بِصَبِيٍّ، فَبَالَ عَلَى ثَوْبِهِ، فَدَعَا بِمَاءٍ فَأَتْبَعَهُ إِيَّاهُ
উম্মুল মু’মিনীন আয়শা রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল ﷺ-এর কাছে একটি শিশুকে আনা হল। শিশুটি তাঁর কাপড়ে পেশাব করে দিল। তিনি পানি আনালেন এবং এর ওপর ঢেলে দিলেন। (সহীহ বুখারী ২২২)
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
তবে এক্ষেত্রে যেহেতু বাচ্চার অসুস্থ হওয়ার প্রবল আশংকা রয়েছে,তাই এক্ষেত্রে বাচ্চার শরীর পাক করার প্রয়োজন নেই।
আপনি কাপড় বা টিস্যু দিয়ে তার শরীর মুছে দিতে পারবেন,তবে এতে যেহেতু তার শরীর নাপাকই থাকবে,তাই আপনি এমন কোনো কাজ করবেননা,যাতে তার শুকনো নাপাক শরীর থেকে আপনার শরীর যেনো নাপাক না হয়ে যায়।
আপনি ভেজা হাতে তাকে স্পর্শ করবেননা,আপনার শরীরের কাপড় ভেজা হলে সেই কাপড়ে তাকে স্পর্শ করবেননা।
তাহলেই আর কোনো সমস্যা হবেনা,ইনশাআল্লাহ।
وَكَذَا لَوْ لَفَّ الثَّوْبَ النَّجَسَ فِي ثَوْبٍ طَاهِرٍ وَالنَّجَسُ رَطْبٌ مُبْتَلٌّ وَظَهَرَتْ نَدْوَتُهُ فِي الثَّوْبِ الطَّاهِرِ لَكِنْ لَمْ يَصِرْ بِحَالٍ لَوْ عُصِرَ يَسِيلُ مِنْهُ شَيْءٌ مُتَقَاطِرٌ لَا يَصِيرُ نَجَسًا. اهـ
যদি ভিজা নাজাসত সম্ভলিত কাপড়কে পবিত্র কাপড়ের সাথে লেপ্টিয়ে দেয়া হয় বা ভাজ করা হয়,এবং শুকনা কাপড়ে নাজাসতের চিহ্ন পরিলক্ষিত হয়,যদি শুকনো কাপড় এমন পর্যায়ে পৌছে না যে,তাকে চিপানো হলে, তা থেকে কিছু বের হবে,তাহলে এমতাবস্থায় উক্ত কাপড় নাপাক হবে না।(আল-বাহরুর রায়েক-১/২৪৪)