আসসালামু'আলাইকুম ।
শরীরের কোন স্থান থেকে পানি বের হয়ে গড়িয়ে পড়লে ওযু ভেঙ্গে যায়। এখন প্রশ্ন হচ্ছে-যে স্থান থেকে পানি বের হচ্ছে তা কাপড়ে না লাগার জন্য টিস্যু পেঁচিয়ে দিয়ে নামাজ আদায় করলে নামাজ শেষে যদি কনফিউজড হয় যে, পানি গড়িয়ে পড়া পরিমাণ বের হলো কি না যেহেতু টিস্যু পানি চোষে নেয়, এতে কী করণীয়? এমতাবস্থায় নামাজ দোহরাতে হবে কি?