আসসালামু আলাইকুম উস্তায,
উস্তায,আমি হোস্টেলে থেকে পড়াশুনা করি। আমাদের হোস্টেলে করোনা রোগীর পাওয়া যাওয়ায় আমাদের বাকি দের কয়ারেন্টাইন করা হয়েছে। তাই আজকে জুম্মার নামাজ আমরা বাকিরা রুমেই জামাত করে যোহর পড়ে নিয়েছি। কিন্তু আমাদের অনেকেই আপত্তি তুলছেন যে জুম্মার পরিবর্তে যেই যোহর সালাত আদায় করা হয় তা নাকি জামাতে পড়া যায় না। একাকি পড়তে হয়, আর মসজিদের জুম্মার সালাতের সময় অতিবাহিত হয়ে যাবার পর আদায় করতে হয়। এই ব্যাপার টা জানতে চাচ্ছিলাম।