বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
স্ত্রীর স্তনে যেহেতু কোনো প্রকার নাপকি থাকে না বা এ রাস্তা দিয়ে কোনো নাপাকি বের হয়না, তাই এমনটা করা যাবে।তবে কোনো কিছু খাওয়া যাবে না।
(২)
নারীদেরও বীর্য দ্বারা গোসল ফরয হওয়া বা না হওয়া বুঝাবে।
(৩)
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/990
(৪)
না, পারবে না।
(৫)
চাদরের নিচে যথাসম্ভব আবৃত থাকাই উত্তম।
(৬)
এটা আলোচনার মাধ্যমেই বা অনুমানের মাধ্যমেই বুঝবে।
(৭)
জ্বী, পারবে।
(৮)
জ্বী, পারবে।তবে অনুত্তম।
(৯)
প্রবেশ হয়ে গেলেই গোসল ফরয। বীর্যপাত হওয়া শর্ত নয়।
(১০)
যেকোনো সময় করা যাবে।