আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহ্।
১)আমি লাস্ট প্রশ্নে কিছু স্পষ্ট মুখ চোখ নেই বা মানুষের ছায়ার ছবি দিয়েছলাম, যেগুলো ইসলামিক পোস্টের ব্যাকগ্রাউন্ডে ইউজ করা যাবে নাকি বলেছিলাম।উত্তর দিয়েছিলেন ''না''।কিন্তু কেন বুঝতে পারি নি।বিভিন্ন শায়খগণ যেমন ড.মনজুর ই ইলাহী,শায়খ আহমাদুল্লাহ ও তাদের ফেসবুকের দ্বীনি পোস্টে,টাইপোগ্রাফির ব্যাকগ্রাউন্ডে এ ধরণের ছবি ইউজ করে থাকেন। নিচে তাদের কিছু পোস্টের স্ক্রিনশট দেয়া হলো:
★
https://photos.app.goo.gl/S1rExMrWaXAML8KR8
★
https://photos.app.goo.gl/r5USPK3tnhgG2ygp8
★
https://photos.app.goo.gl/9WMnv2W3zqFRBnUy9
★
https://photos.app.goo.gl/qHHuXQkJybnjJQ9r8
★
https://photos.app.goo.gl/h8avb8czwJpHwouN7
বিষয়টি বিস্তারিত বলবেন প্লিজ।
২)পড়ালেখার প্রয়োজনে স্যারের সাথে মেসেঞ্জারে এড হওয়া যাবে?কোনো প্রশ্ন থাকলে করা যাবে?যদি শুধু পড়ালেখা সংক্রান্ত কথাই বলি..?
৩)আমি আগে অনেক ভালোভাবে পড়ালেখা করতাম।রেজাল্টও ভালো আসতো।মানুষ অনেক প্রশংসা করতো।এখন পড়ালেখা অতটা করতে মন চায় না।পড়ায় মনই বসে না।কিছু মুখস্থ করলে ভুলে যাই,মুখস্থও তাড়াতাড়ি হয় না।
★এটি কি বদনজরের ফলে হতে পারে?
★হয়ে থাকলে এর থেকে মুক্তির উপায় কি?
★যে কেউ প্রশংসা করার সময় কিভাবে বুঝবো বদনজর লাগবে কি না?বদনজর থেকে বাচার উপায় কি
৪)কিভাবে প্রশংসা করলে বদনজর লাগবে না
৫)ধরুন,একটা ভালো ফলাফল করলাম,এখন এটা কি কাউকে জানাবো না,বদনজর এর ভয়ে?
৬)তাশাহহুদ ও দরুদ পরার পরে সালাম ফিরানোর জন্য ঘাড় ঘুরিয়েছিলাম(কোনো শব্দ উচ্চারণ করি নি),তখন মনে হলো দুআ মাসুরা পড়ি নি।এমতাবস্থায় সাথে সাথে আবার সামনের দিকে ঘাড় ঘুরিয়েছি এবং তারপর সালাম ফিরিয়েছি।নামাজ কি ফাসিদ হবে নামাজের সময় অন্য দিকে ঘাড় ঘুরানোর(অনিচ্ছাকৃত)জন্য?
৭)নামাজের ৪র্থ রাকাতে ১টি সিজদা দেওয়ার পর মনে হলো(সম্পূর্ণ নিশ্চিত নই) ৩য় রাকাতে বোধহয় ১টি সিজদা দিয়েছিলাম। তখন ৪র্থ রাকাতের ২য় সিজদাটি আদায় করে আরো একটি সিজদা দিয়ে তাশাহহুদ, দুরুদ পড়ে নামাজ শেষ করে সাহু সিজদা দিয়েছি।নামাজ কি আদায় হয়েছে?
৮)সন্ধ্যার সময় বাতি জ্বালাতে হবে,এ সম্পর্কে কোনো নির্দেশনা আছে কি?
নাকি এটি কুসংস্কার ?
৯)একটা ভাত ফেললে তা ৭০ গজ সাপ হবে,এটি কি সত্য
১০)অনেকে বলে সাপা বাতাস লাগছে,সেই বাতাস আবার মাথায়ও ওঠে।এগুলো কি সত্য?
দেখা যায় যে কারো কাছে ঝাড়লে বাতাস বা বাতাসের বিভিন্ন খারাপ প্রভাব নেমেও যায়।
আর ঝারার ক্ষেত্রে ফকিরেরা(চলতি ভাষায়) মাটিতে হাত নাকি এরকম কোথাও রেখে আস্তে আস্তে সামনের দিক থেকে শরীর স্পর্শ করে নিচ থেকে উপরের দিকে হাত উঠায়।মাথায় থামলে তাকে বাতাস মাথায় উঠা বলে।
★এগুলো বিশ্বাস করা কি শিরক?
★মহিলাদের ক্ষেত্রেও পুরুষ ফকিররা এরূপ করে থাকে।যা খুবই জঘণ্য মনে হয়।এক্ষেত্রে করণীয় কি?
১১)আমার জমি,আমার গাছ,আমার বাড়ি,এগুলো বলা কি শিরক?