আসসালামু আলাইকুম শায়েখ.
দীর্ঘদিন ধরে বেশি পানি ব্যবহার করায়,আমার একদম পায়ে চর্মরোগ হয়ে গেছে।পানি ব্যবহারে প্রচুর সমস্যা হয়।শীতে আরো বেশি সমস্যা হচ্ছে।
১)শায়েখ ইস্তেনঞ্জার সময় পানির ছিটা বা কোন তরল নাপাকির ছিটা যদি লাগে, তাহলে ওইটা যদি টিস্যু পেপার দিয়ে মুছে নেই তাহলে কি পাক হয়ে যাবে?
২)এরপর অযু করার সময় পায়ে পানি লাগলে কি ওই জায়গা টা বা পানিটা নাপাক হয়ে যাবে?