আমি একটা নতুন মোবাইল ফোন কেনার পরপরই তা নষ্ট হয়ে গেল। আমি হতাশ হয়ে ভাগ্যকে দোষারোপ করতে লাগলাম। আমাকে এরকম অবস্থার মধ্যে দেখে এক বন্ধু বললো, ভাগ্য খারাপ বা কপাল খারাপ এরকমটা বলা নাকি উচিত না, ধৈর্য্য ধরতে,সবকিছুই নাকি পূর্বনির্ধারিত,যা হয় তা নাকি ভালোর জন্যেই হয়। আমার প্রথম প্রশ্ন হলো, আমার বন্ধু কি এই প্রেক্ষাপটে কথাটি সঠিক বলেছে?
আর এই বিষয়টি নিয়ে আমার আরো কৌতূহল রয়েছে।এটা নিয়ে ২রকম শোনা যায়।এক হচ্ছে সবকিছু পূর্ব-নির্ধারিত,আল্লাহর পরিকল্পনা অনুযায়ী হয়, তিনি যা রেখেছেন নিয়তিতে তাই হয়, ভালোর জন্যে হয়। আবার আরেক রকম হচ্ছে, আমরা কি করবো না করবো আল্লাহ সবই জানতেন, তাই আমরা যা করবো তাই তিনি আগে থেকে তাই লিখে রেখেছেন। তাহলে কি বিষয়টা এমন যে, আমরা যা করবো( ভালো করি অথবা খারাপ করি)সবকিছুর ফলাফল আমাদের ভালোর জন্যে?ডেইলি লাইফের ছোটখাটো সব কিছুই কি এর মধ্যে পড়ে?