স্টার ক্লিক সাইটে এড ক্লিক করে টাকা ইনকাম করা যায়। তাদের শর্ত হলো এডে ক্লিক করা, এড দেখা শর্ত নয়।
আর যারা এড দিচ্ছে তারাও জেনে শুনেই দিচ্ছে এডে শুধু ক্লিক করা হবে, তাদের আসল ভিজিটর আসবে না। এ বিষয়ে আপনারা বলেছিলেন এডদাতারা জেনে শুনে দিলে প্রতারণা হবে না, কাজ করা হালাল হবে।
কিন্তু এখন সমস্যা হচ্ছে, তাদের হালাল এডেই নারীদের ছবি আসে। যেমন ফ্রিজের বা বইয়ের এড আসে কিন্তু তাতে নারীর ছবি থাকে মাঝেমধ্যে। হারাম এডে আমি ক্লিক করি না। যেমন, মিউজিকের এড।
আমি শুরুতেই বলে নিয়েছি তাদের এড দেখা শর্ত নয় ক্লিক করা শর্ত। আমি ইচ্ছা করলে এবং একটু চেষ্টা করলে এড না দেখেও শুধু ক্লিক করতে পারি। সাধারণত আমি এরকমই করি।
এখন আমার জানার বিষয় হচ্ছে, হালাল এডে ক্লিক করে তাতে নারীর ছবি আসলো কি না আসলো সেটা না দেখে ইনকাম করি তাহলে আমার ইনকাম হালাল হবে কি?
জানালে উপকৃত হতাম।
জাযাকুমুল্লাহ খাইরন