নিম্নোক্ত বাক্যগুলি কি বুঝাচ্ছে বুঝতে পারি নি বুঝিয়ে দিলে উপকৃত হতাম
ছাহাবি,তাবেঈ ও তাকে তাবেঈরা আল্লাহকে তার সৃষ্টির কারো সাথে তুলনা করা থেকে পবিত্র করতেন। কিন্তু সেগুলো কে (কুরআন ও হাদীসে) উলেখিত ভাষ্যসমূহকে তারা অর্থহীন করতেন না। আর তার যা বলেছেন সেগুলোর মাধ্যমেই কুরআন ও হাদিসের দলিলসমূহকে একই সূত্রে গাঁথা সম্ভব এবং এর মাধ্যমে যারা তাদের বিরোধিতা করবে তাদের বিরুদ্ধে দলিল প্রমাণাদি উপস্থাপন ও প্রমাণ করা সম্ভব। শারহুল আকিদাতুত তহাবী-৩৭
জাহমিয়াদের আকীদার অংশ এটিও যে নবীগণ প্রশস্ত বিষয়গুলো মানুষের উপর সংকীর্ণ করে দিয়েছেন। আল্লাহ তাদের কথার সম্পূর্ণ ঊর্ধ্ব। শারহুল আকিদাতুত তহাবি-৪১ এখানে নবীগণ প্রশস্ত বিষয়গুলো মানুষের উপর সংকীর্ণ করে দিয়েছেন। আল্লাহ তাদের কথার সম্পূর্ণ ঊর্ধ্ব। বুঝিনাই
আল্লাহর প্রকৃত অবস্থা ও হকিকত মানে কি
আল্লাহ ঊর্ধ্বজগৎ ও নিম্ন সকল পরিবেষ্টন করে আছেন মানে কি
আল্লাহ সমস্ত সৃষ্টিকে সকল দিক থেকে পরিবেষ্টন করে আছেন এর ব্যাখ্যা কি
এটা কি সত্যি যে কেউ তাওহীদ কে দুই ভাগে বিভক্ত করে আবার কেউ তিন ভাগে
১ তাওহীদুল উলুহিয়াহ
২ তাওহীদুর রুবুবিয়াহ
৩ তাওহিদুর আসমা ওয়াস সিফাত
নিম্নোক্ত তাওহীদের প্রকারের ব্যাখ্যা দিলে উপকৃত হতাম
১ আল্লাহর পরিচয় ও তার সিফাত সম্পর্কিত তাওহীদ
২ আবেদন নিবেদন, উদ্দেশ্য ও নিয়ত সম্পর্কিত তাওহীদ