জনাব, মুফতি সাহেব আসসালামুআলাইকুম ।আমি আমার স্ত্রীকে তালাক,তালাক,তালাক বলেছি কিন্তু আমাদের মাঝে কোন সহবাস হয় নি । নিন্মোক্ত ঘটনা ঘটছে:-
১।একদিন আমি আর আমার স্ত্রী দুপুর বা সকালে একটা রেস্টুরেন্টে প্রবেশ করছি ।সম্ভবত তখন বিদ্যুৎ ছিলো না ।তাই একটু আবছা অন্ধকার ছিলো ।আমরা যেখানে বসছি সেখানে বদ্ধ ছিলাম না ।আমাদের পাশ দিয়ে যে কেউ হাটলেই আমাদের দেখতে পারবে ।যে কেউ আমাদের কাছে প্রবেশ করতে পারবে কোনো বাধা নেই ।আমাদের কে যিনি খাবার সার্ভ করেন তিনি কিছুক্ষন পরপর আসেন কিছু লাগবে কিনা তা জানার জন্য । আমাদের মাধে হালকা স্পর্শ হইছে তখন । কিন্তু যে কেউ পাশ দিয়ে হাটঁলেই দেখবে । আর যিনি খাবার সার্ভ করেন উনি যে কোন সময় এখানে আসা যাওয়া করেন ।সুতরাং সহবাস প্রতিবন্ধকতা আছে ।
একজন মুফতি সাহেব কে জানালে উনি বলে এসব খালওয়াত হবে না । যে কেউ আসার সুযোগ আছে যেহেতু বদ্ধ না ।আর যিনি খাবার সার্ভ করেন উনি সরাসরি প্রবেশ এর সুযোগ বা অন্য যে কেউ সরাসরি প্রবেশ এর সুযোগ আছে ।
২।একদিন আমি আমার স্ত্রী রাতের বেলায় রাস্তা গিয়ে হাটাঁহাটি করছি কোন কাজের জন্য । রাস্তায় গাড়ির চলাচল এবং আমাদের পাশে মানুষের চলাচল ছিলো ।মাঝে মাঝে গাড়ি না আসলে রাস্তাটা অন্ধকার হয় কিন্তু মানুষের চলাচল আছেই রাস্তায় আমাদের পাশে ।
দয়া করে জানাবেন ।