ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহাম।
জবাবঃ-
(১)
https://www.ifatwa.info/3065 নং ফাতাওয়ায় বলেছি যে,
নামাযে আ'মলে কাছির হলে নামায নষ্ট হয়ে যাবে।আ'মলে কাছির সম্পর্কে জানতে ভিজিট করুন-৪৪৫
নামাযের কোনো এক রুকুনে(যেমন,সেজদা এক রুকুন,রুকু এক রুকুন ইত্যাদি)মুবাইল ফোন বেজে উঠলে সর্বোচ্ছ দুইবার পর্যন্ত এক হাত ব্যবহার করে না দেখে কেটে দেয়া যাবে।তিনবার কেটে দিলে নামায ফাসিদ হয়ে যাবে।যদি দুই হাত ব্যতীত রিংটোন বন্ধ করা না যায়,তাহলে তখন নামায ছেড়ে দিয়ে দুই হাত ব্যবহার করে মুবাইল অফ করে তারপর আবার নামাযে দাড়াবে। (মুবাইল ব্যবহারঃ বৈধতার সাীমারেখা কতটুকু-১১)
প্রিয় প্রশ্নকারী ভাই!
উনার জন্য নামায ভঙ্গ করা জরুরী নয়,যদি উনি একহাত দ্বারা রিংটোন অফ করতে পারেন।আর যদি না পারেন,তাহলে অবশ্যই নামাযকে ভঙ্গ করে দুই হাত ব্যবহার করে মুবাইল অফ করবেন।তারপর আবান নামায শুরু করবেন।
(২)
নামাযে মনযোগ ভঙ্গ হলে, নামায ফাসিদ হবে না।হ্যা, সওয়াবে অবশ্যই তারতম্য হবে।