ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
আপনার নিকট সর্বমোট কত টাকা হালাল রয়েছে, এবং সর্বমোট কত টাকা হারাম রয়েছে, তা গভীর মনযোগ সহকারে দেখতে হবে। গভীরভাবে চিন্তাভাবনা করার পর যত টাকা হারাম রয়েছে আপনার নিকট মনে করবেন, সেই টাকাগুলিকে সদকাহ করে দিতে হবে।
(২)
যদি তাতে দৃশ্যমান নাজাসত লাগে,তাহলে দৃশ্যমান নাজাসতকে দূর করতে হবে।আর যদি অদৃশ্যমান নাজাসত লাগে,তাহলে তিনবার ধৌত করতে হবে।
এভাবে ধৌত করার পর ম্যাটকে যদি বাথরুমের হ্যাঙ্গারে টানিয়ে দেয়া হয়, তাহলে ম্যাট পবিত্র হয়ে যাবে।এবং হ্যাঙ্গারও অপবিত্র হবে না।
(৩)
জ্বী।
(৪)
যদি অদৃশ্যমান নাজাসত হয়, এবং তিনবার ধৌত করা হয় নিংড়ানো ব্যতিত। উক্ত কাপড় হতে যে পানি টপকিয়ে পড়বে,তা নাপাক বলেই বিবেচিত হবে।
(৫)
জ্বী, নাপাক হবে।
(৬)
তিনবার মুছে দিতে হবে।তবেই কাপড় পবিত্র হবে।