আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

+1 vote
659 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (10 points)

بِسْمِ الّٰلهِ الرَّحْمٰنِ الرَحِيْمِ

আসসালামু'আলাইকুম মুহতারাম,

আমরা বই পুস্তকে পড়ি বাংলায় কুরআন শরীফের প্রথম অনুবাদক নাকি ভাই গিরিশ্চন্দ্র সেন। তিনি নাকি ১৮৮৬ সালে প্রথম কুরআন শরীফ বাংলায় অনুবাদ  করেন। আমার প্রশ্ন, এই হিন্দু ভাই কি আসলেই কুরআন শরীফ বাংলায় অনুবাদ করেছেন? যদি করে থাকেন তিনি কিভাবে এ কাজ করলেন, উনি কি আরবি জানতেন? ইত্যাদি ইত্যাদি 

আমার বুঝে আসেনা কিভাবে তিনি এ কাজ করলেন? আর উনি যদি না হয়ে থাকেন তাহলে বাংলায় কুরআন শরীফের প্রথম অনুবাদক কে? যদি বিস্তারিত বলতেন ওস্তাদ। 

1 Answer

0 votes
by (597,330 points)
ওয়া আলাইকুম আসসালাম।


বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
১৮৮৫সালে গিরিশচন্দ্র কুরআনের ত্রুটিপূর্ণ তরজমান করার চেষ্টা করেন।তবে তিনিই যে সর্বপ্রথম বাংলা ভাষান্তরকারী বিষয়টা এমন নয়।বরং এরও পূর্বে ১৮০৮সালে রংপুর নিবাসী মাওলানা আমীরুদ্দীন বসনিয়া আমপারার তরজমা করেন।১৮১৫সালে কলকাতা নিবাসী আকবর আলী আমপারা ও সূরা ফাতেহার তরজমা করেন।তবে উনার তরজমা ছিলো ১৭৮০ সালে শাহ আব্দুল কাদের এর উর্দু অনুবাদের আলোকে।

যাইহোক,
কুরআনের প্রথম তরজমাকারী মুসলমান।হ্যা সম্পূর্ণ কুরআনের বাংলা তরজমাহ সর্বপ্রথম গিরিশচন্দ্র সেন করেন।তবে উনার তরজমা ছিলো যথেষ্ট ত্রুটিপূর্ণ, তাই এর দু বৎসরের ভিতরেই মাওলানা নায়ীমুদ্দিন সম্পূর্ণ বাংলা তরজমা করেন।(দ্রষ্টব্য:কুরআন অনুবাদ-হাফিজ মুনির উদ্দিন)

গিরিশচন্দ্র কিভাবে লিখলেন,সেটার বিবরণ কোথাও জানা যায়না।তবে ধারণা করা হয়,তিনি কুরআনের উর্দু তরজমার সহায়তায় বাংলা তরজমা করেছিলেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...