بِسْمِ الّٰلهِ الرَّحْمٰنِ الرَحِيْمِ
আসসালামু'আলাইকুম মুহতারাম,
আমরা বই পুস্তকে পড়ি বাংলায় কুরআন শরীফের প্রথম অনুবাদক নাকি ভাই গিরিশ্চন্দ্র সেন। তিনি নাকি ১৮৮৬ সালে প্রথম কুরআন শরীফ বাংলায় অনুবাদ করেন। আমার প্রশ্ন, এই হিন্দু ভাই কি আসলেই কুরআন শরীফ বাংলায় অনুবাদ করেছেন? যদি করে থাকেন তিনি কিভাবে এ কাজ করলেন, উনি কি আরবি জানতেন? ইত্যাদি ইত্যাদি
আমার বুঝে আসেনা কিভাবে তিনি এ কাজ করলেন? আর উনি যদি না হয়ে থাকেন তাহলে বাংলায় কুরআন শরীফের প্রথম অনুবাদক কে? যদি বিস্তারিত বলতেন ওস্তাদ।