আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু।
১. আমি এটা জানি যে, স্বত্ব সংরক্ষিত থাকলে লেখকের অনুমতি ছাড়া কোনো বইয়ের পিডিএফ, এপ ইত্যাদি থেকে অনলাইনে পড়া যাবে না।
★ তাহলে প্লে স্টোর থেকে তাফসীর ইবনে কাসীর এর এপ ডাউনলোড করে পড়া যাবে? এটার ব্যাপারে তো আমি কিছু জানি না তাই।
২. আমি কোনো সূরা নতুন মুখস্থ করার পর, সেটা অনেক দিন ধরে নামাজের মধ্যে পড়ার চেষ্টা করি, যেন পড়াটা দৃঢ় হয়। তেমনি সূরা আলাকও নামাজে নিয়মিত পড়া শুরু করতে চাই ইন শা আল্লাহ।
★ সূরা আলাকের শেষ আয়াতে তিলাওয়াতে সিজদা আছে। কিন্তু তিলাওয়াতে সিজদা দিতে ভুলে যাবো, বা সঠিকভাবে দিতে পারবো না, নামাজে সমস্যা হবে ইত্যাদি এসব ভেবে, আমি সূরা আলাক পড়ার সময় শেষ আয়াতটা ছাড়া পুরোটা পড়ি। তো সবসময় যদি এভাবে কেবল নামাজের সময় শেষ আয়াত বাদ দিয়ে সূরা আলাক পড়ি, তাহলে কি আমার গুনাহ হবে? এভাবে পড়া কি উচিত?
৩. সূরা ফাতিহার আয়াত সংখ্যা আসলে কয়টি? সব জায়গায় শুনি সূরা ফাতিহার আয়াতসংখ্যা ৭টি। কিন্তু "বিসমিল্লাহির রহমানির রহিম" ছাড়া এই সূরার আয়াতগুলো গুণে দেখলে তো ৬ আয়াত পাওয়া যায়। তাহলে কি বিসমিল্লাহ সহ আয়াত হিসেবে ধরা হয়?
★আসলে সঠিক কোনটা? ফাতিহার আয়াতসংখ্যা কয়টি বলা উচিত?
জাযাকুমুল্লাহ খইরন শায়েখ