আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

+1 vote
219 views
in সালাত(Prayer) by (34 points)
edited by
১) আমি যদি ইমামতি করি, আর যদি এমন হয় যে সামি 'আল্লাহুলিমান হামিদাহ এর জায়গায় ভুলে আল্লাহু আকবার বলে ফেলে আবার ভুল শুধরে পুনরায় সামি 'আল্লাহু লিমান হামিদা বলি তবে কি সাহু সাজদাহ দিতে হবে? একই ভাবে এর উল্টো যদি প্রথম সাজদাহ থেকে উঠার সময় করি সেক্ষেত্রেও বা এর বিধান কি?

২)জামাতে সলাত আদায় কালে ইমামের পিছনে থাকা মুক্তাদির যদি কোনো ওয়াজিব ছুটে যায় তাহলে তার সাহু সাজদাহ দিতে হবে কিনা?

1 Answer

0 votes
by (565,890 points)
উত্তর
بسم الله الرحمن الرحيم 
,
(০১) শরীয়তের বিধান অনুযায়ী কেহ যদি নামাজের ভিতর سمع الله  لمن  حمده  এর স্থলে الله اكبر  বলে।
বা الله اكبر  এর স্থলে سمع الله لمن حمده  পড়ে,তাহলে নামাজের কোনো সমস্যা হবেনা। 
নামাজ হয়ে যাবে।
এক্ষেত্রে সেজদায়ে সাহু আদায় করতে হবেনা।
 প্রথম সাজদাহ থেকে উঠার সময় যদি এমন করেন সেক্ষেত্রেও  একই বিধান। 
কোনো সমস্যা নেই। 
নামাজ হয়ে যাবে। লোকমা দেওয়ারও কোনো প্রয়োজন  নেই।
(আপকে মাসায়েল আওর উনকা হল ২/৪৭৫)   
,
,
(০২) শরীয়তের বিধান হলো মুক্তাদির যদি ওয়াজিব ছুটে যায়,তাহলে দেখতে হবে যে এটা ইচ্ছাপূর্বক ভাবে হয়েছে,নাকি ভুলক্রমে হয়েছে।     
যদি ভুলক্রমে মুক্তাদির ওয়াজিব ছুটে যায়, তাহলে এটা মাফ। 
নামাজ হয়ে যাবে।
আর যদি মুক্তাদি ইচ্ছাকৃত ভাবেই ওয়াজিব ছেড়ে দেয়,তাহলে জামায়াত শেষ হওয়ার পর পুনরায় নামাজ আদায় করে নিতে হবে।    
(ইমদাদুল  আহকাম ১/৫১৭)
.
★সুতরাং জামাতে সালাত আদায় কালে ইমামের পিছনে থাকা মুক্তাদির যদি কোনো ওয়াজিব ভুলক্রমে  ছুটে যায় তাহলে তার উপর সাহু সাজদাহ ওয়াজিব  হবেনা।
নামাজ হয়ে যাবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...