১) আমি যদি ইমামতি করি, আর যদি এমন হয় যে সামি 'আল্লাহুলিমান হামিদাহ এর জায়গায় ভুলে আল্লাহু আকবার বলে ফেলে আবার ভুল শুধরে পুনরায় সামি 'আল্লাহু লিমান হামিদা বলি তবে কি সাহু সাজদাহ দিতে হবে? একই ভাবে এর উল্টো যদি প্রথম সাজদাহ থেকে উঠার সময় করি সেক্ষেত্রেও বা এর বিধান কি?
২)জামাতে সলাত আদায় কালে ইমামের পিছনে থাকা মুক্তাদির যদি কোনো ওয়াজিব ছুটে যায় তাহলে তার সাহু সাজদাহ দিতে হবে কিনা?