আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
291 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (20 points)
  1. এক হাদিস থেকে আমরা জানতে পারি মুহাম্মাদ সা খুতবা দিতে গিয়ে এত জোরালো চিৎকার  করেছিলেন যে মসজিদে নববি থেকে বাজার পর্যন্ত শুনা গিয়েছিল। কোনো গ্রহণ যোগ্য হাদিস থেকে কি জানা যায় মসজিদে নববি থেকে তখনকার বাজারের দূরত্ব কত ছিল
  2. তামিম আল আদনানি এর লেকচার কি শুনা যাবে? তার চ্যানেল সমূহের লিংক 

 https://youtube.com/c/UmmahNetwork

https://youtube.com/channel/UCDTsgxHkZDapFqaPEZX9ETw

https://youtube.com/channel/UCRUqZ4EaTRrMBr5qqLxkeew

1 Answer

0 votes
by (581,910 points)


বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আপনি কোন হাদীস থেকে শুনেছেন,সেটার রেফারেন্স দিবেন।তারপর আমরা যাচাইবাচাই করে কলবো।

https://www.ifatwa.info/5970 নং ফাতাওয়ায় বলেছি যে,
কারো সম্পর্কে মন্তব্য করার পূর্বে এই হাদীস লক্ষ্যণীয়।

হযরত আবু বাকরা রাযি থেকে বর্ণিত,
عَنْ أَبِي بَكْرَةَ رضي الله عنه أَنَّ رَجُلًا ذُكِرَ عِنْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَثْنَى عَلَيْهِ رَجُلٌ خَيْرًا ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ( وَيْحَكَ قَطَعْتَ عُنُقَ صَاحِبِكَ - يَقُولُهُ مِرَارًا - إِنْ كَانَ أَحَدُكُمْ مَادِحًا لَا مَحَالَةَ فَلْيَقُلْ : أَحْسِبُ كَذَا وَكَذَا إِنْ كَانَ يُرَى أَنَّهُ كَذَلِكَ وَحَسِيبُهُ اللَّهُ ، وَلَا يُزَكِّي عَلَى اللَّهِ أَحَدًا )
একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এক লোকের ব্যাপারে আলোচনা হয়। তখন অন্য এক লোক বলল, হে আল্লাহর রসূল! অমুক অমুক কাজের বিষয়ে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পর তার চেয়ে উত্তম আর কোন লোক নেই। এ কথা শুনে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তোমার ধ্বংস হোক, তুমি তো তোমার সঙ্গীর গর্দান কেটে ফেলেছ। তিনি এ কথাটি বার বার বললেন। অতঃপর বললেন, তোমাদের কারো যদি তার ভাইয়ের প্রশংসা করতেই হয় তবে সে যেন বলে অমুকের ব্যাপারে আমার ধারণা যে, সে এমন (বাস্তবে হলেই এ কথাটি বলতে পারবে), তবে আল্লাহর সম্মুখে আমি কাউকে দোষমুক্ত ঘোষণা করছি না (অর্থাৎ আমি আল্লাহর সামনে কাউকে পবিত্র করতে পারি না)। (সহীহ মুসলিম-শামেলা:৩০০০,ইসলামিক ফাউন্ডেশন ৭২৩১, ইসলামিক সেন্টার ৭২৮৪)(সহীহ বোখারী-৬০৬১)বিস্তারিত জানুন-২০৫২

একজন দ্বীনদ্বার মানুষের বৈশিষ্ট্য হল,সঠিক সময়ে নামাযপড়া । লেনদেন ঠিক রাখা।আকিদা বিশুদ্ধ রাখা। তামিম আল আদনানি সম্পর্কে নির্দিষ্টকরে কোনো প্রকার মন্তব্য করতে আমরা অপারগ।এ বিষয়ে আল্লাহই ভালো জানেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (20 points)
হাদিসের রেফারেন্স জানিনা তবে হাদিস টা এমন একবার রসুলুল্লাহ সা খুতবায় বলেছিলেন তোমরা জাহান্নাম থেকে বাঁচো  তোমরা জাহান্নাম থেকে বাঁচো  তোমরা জাহান্নাম থেকে বাঁচো একটি খেজুরের বিনিময়ে হলেও এসময় যদি কেউ বাজারে অবস্থান করতো তাহলেও সে একথা শুনতে পেত।  এখন  তখনকার মসজিদ থেকে বাজারের দূরত্ব কতটুকু সেটা জানা যায় কিনা সেটা আমি জানতে চাচ্ছি
by (581,910 points)
এ সম্পর্কে আমরা জানিনা। দূরত্ব ঠিক কতটুকু ছিল? সে সম্পর্কে আমরা তেমন কিছু জানিনা।তবে মসজিদের পাশেই বাজার ছিল।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 152 views
...