ওয়া আলাইকুমুস সালাম
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির
রাহিম।
জবাবঃ
■ সুদ হারাম
হওয়ার ব্যাপারে মহান আল্লাহ তা'আলা বলেন -
واحل الله البيع و حرم
الربوا.
" আল্লাহ
ক্রয়-বিক্রয়কে হালাল ও সুদকে হারাম করেছেন৷" (সূরা বাকারা, আয়াত:২৭৫)
■ সুদ কতখানি
জঘন্য তা হাদীস শরীফে এসেছে-
عن أبي هريرة، قال: قال
رسول الله صلى الله عليه وسلم : "الربا سبعون حوبا،أيسرها أن ينكح الرجل أمه."
حكم الحديث: صحيح
"হযরত আবু
হুরায়রা রা. থেকে বর্ণিত৷ তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন- "সুদের ৭০ টি স্তর
রয়েছে৷ সবচেয়ে নিম্নটি হল নিজ মায়ের সাথে ব্যভিচার করা৷" (ইবনে মাজাহ:
অধ্যায়: ব্যবসা-সুদ:২২৭৪)
■ হাদীসে
বর্ণিত হয়েছে-
لَعَنَ رَسُولُ اللهِ
صَلّى اللهُ عَلَيْهِ وَسَلّمَ آكِلَ الرِّبَا، وَمُؤكِلَهُ، وَشَاهِدَيْهِ،
وَكَاتِبَهُ.
যে সুদ খায়, যে সুদ
খাওয়ায়, যে সাক্ষী
থাকে এবং যে ব্যক্তি সুদের হিসাব-নিকাশ বা সুদের চুক্তিপত্র ইত্যাদি লিখে দেয়
সকলের প্রতি রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা‘নত করেছেন। -মুসনাদে
আহমাদ, হাদীস ৬৬০; সুনানে আবু দাউদ, হাদীস ৩৩৩৩; জামে তিরমিযী, হাদীস ১২০৬
★ সু-প্রিয়
প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
ব্যাংক থেকে সুদ ভিত্তিক
লোন নেওয়া জায়েজ নয়। তবে যেহেতু ঐ বাবা লোন নিয়ে
পরিশোধ করে দিয়েছে। মূলত এই বাবা সুদ দিয়েছে । যদিও এটাও নাজায়েজ। তবে এখন এই টাকা দিয়ে তার মেয়ের জন্য মেডিকেল পড়া যাবে।
কোনো সমস্যা নেই।