আসসালামুআলাইকুম,
এ ফাতওয়াতে বলেছেনঃ
https://www.ifatwa.info/1707/
মাতাপিতার আদেশকে মান্য করা মূলত তিনটি মূলনীতির আলোকে হয়ে থাকে।
(১) তাদের আদেশ কোনো মুবাহ বিষয়ে হতে হবে।কোনো ওয়াজিব তরকের ব্যাপারে হতে পারবে না।এবং কোন হারাম কাজের জড়িত হওয়ার জন্যও হতে পারবে না।
(২)যে কাজের আদেশ তারা দিবেন,এতে তাদের ফায়দা থাকতে হবে,বা শরীয়তের পছন্দসই কাজ হতে হবে।
(৩)যে কাজের আদেশ দিচ্ছেন,তা তাদের সন্তানদের জন্য ক্ষতিকারক হতে পারবে না।
আমার প্রশ্নঃ
১)পিতামাতার আদেশ পালন করা ওয়াজিব হওয়ার জন্য কি এই তিনটি শর্ত থাকাই আবশ্যক নাকি যেকোন একটা না থাকলেও হবে?
২) শরীয়াহসম্মত এমন কাজ যা করা আবশ্যক নয় এবং নফল ও নয় কিন্তু দ্বীনি স্বার্থে সে কাজ করলে সওয়াব হবে আবার এতে প্রবল ক্ষতির আশংকাও নেই কিন্তু লাভ আছে আবার কাজটি করলে পিতামাতার ক্ষতি হয় না।এমন কাজ করতে যদি পিতামাতা নিষেধ করে তাহলে কি তাদের আদেশ পালন ওয়াজিব হবে?