আসসালামু আলাইকুম শায়েখ।https://ifatwa.info/29445/ এর উত্তরে আপনি বলেছেন আকিদা ঠিক রেখে শিরকি বিষয় পড়া যাবে।
শায়েখ আমি বিশ্বাস করি, আল্লাহ সব কিছুর নিয়ন্ত্রক,তাঁরই হুকুমে সব হয়,আমাদের শরীরের কোষীয় বিভিন্ন একক মাধ্যম মাত্র।
১)শায়েখ আমি যখন পড়বো যে,জিন বংশগতির নিয়ন্ত্রক বা এমন শিরকি কিছু তখন কি ওই যে আমার আকিদা টা মনে আনতে হবে????ভাবনায় আনিতে হবে?মানে আমি বলতে চাচ্ছি, আল্লাহ এক আদ্বিতীয়,এটা আমাদের সবার বিশ্বাস, কিন্তু সব সময় এটা আমাদের ভাবনায় থাকে না।ভাবনায় বিভিন্ন সময় বিভিন্ন জিনিস থাকে আর বিশ্বাসের জায়গা থেকে আমরা তাওহীদ এ বিশ্বাসি।
২) "প্রজন্ম থেকে প্রজন্মে ডিএনএ নিজের হুবুহু অণুলিপি তৈরি বা সৃষ্টি করতে পারে" এটা যখন পড়ি তখন আমি আমাদের বইয়ের ছবি দিয়ে কল্পনা করি একটা ডিএনএ ২ ভাগ হয়ে দুইটা হচ্ছে।
আচ্ছা শায়েখ,এই কথটাও শিরকি??আর এগুলো পড়ার সময় আমি এভাবেই কল্পনা বা ভাবি প্রক্রিয়াটা যেভাবে হয়।
তবে আমার বিশ্বাস একি থাকে যে, আল্লাহর ইচ্ছাতেই সব হয়(মুলত শায়েখ পড়ার সময় তো পড়ার বিষয় গুলোই ব্রেনে থাকে, তাওহিদের ব্যপার গুলো আলাদা করে ব্রেনে আসে না তাই বিশ্বাস চেঞ্জ ও হয় না)
উল্লেখ্যঃ আমি বিভিন্ন বিষয় নিয়ে ওয়াসওয়াসায় আক্রান্ত। আরো আগে আমি রিয়া(লৌকিকতা) নিয়ে প্রচুর ওয়াসওয়াসায় আক্রান্ত ছিলাম।আমি নিয়ত ঠিক করতাম আল্লাহর সন্তুষ্টির, পরে আবার মনে অন্য বিষয় আসতো, মনে হতো নিয়ত ঠিক নেই।আমি আবার নিয়ত ঠিক করতাম এভাবে করে প্রচুর পেরেশান হতাম।দরজা না আটকিয়ে নামায পড়তে পারতাম না এমন কি সবার আগোচরে দ্বীনি ইলম অর্জন করতেও বিভিন্ন নিয়তের ভাবনা মনে আসতো, মনে হতো রিয়া হচ্ছে, নিয়ত ঠিক নেই।এভাবে করে মাথা ব্যথা করতো প্রচুর আর আমি পড়তেও পারতাম না এভাবেই একটা দ্বীনি কোর্স করতে গিয়ে ঝরে পরেছি!!
আমার মনে হচ্ছে এখানেও কিছু ওয়াসওয়াসা শয়তান আমাকে দিচ্ছে শায়েখ।আমি তো আকিদা ঠিক করেই পড়তে বসি তারপর যখন পড়ি তখন কে যেন বলে,"এই তোমার বিশ্বাস ঠিক আছে?এটা দ্বারা তুমি বুঝ ইত্যাদি "
শায়েখ আমার কাছে,"চিনি আর পানি মিলে চিনির পানি তৈরি করে, প্রাকৃতিক গ্যাস জ্বালানির যোগান দেয় এইসবও শিরক মনে হয়।
শায়েখ প্লিয আমাকে কিছু পরামর্শ দিন।