আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
148 views
in ঈমান ও বিশ্বাস (Faith and Belief) by (3 points)
১. নবী(স.)কিসের তৈরি?

২.মাজার বা পীর মুর্শিদদের প্রতি আকিদা কেমন হবে? ৩.আল্লাহ কি নবী করিম (স.) এর খাতিরেই সব আসমান যমীন সৃষ্টি করেছেন?
৪.ইমাম হোসাইন(রা.) এবং আলী রা. কে কি আলাইহি সাল্লাম বলা যাবে?  গেলেও কেনো?

1 Answer

0 votes
by (676,960 points)
edited by
জবাব
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم 


(০১)
আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আকীদা হলো রাসুলুল্লাহ সাঃ মাটির তৈরী।

 ইরশাদ হয়েছে-

قُلْ إِنَّمَا أَنَا بَشَرٌ مِّثْلُكُمْ يُوحَى إِلَيَّ أَنَّمَا إِلَهُكُمْ إِلَهٌ وَاحِدٌ فَمَن كَانَ يَرْجُو لِقَاء رَبِّهِ فَلْيَعْمَلْ عَمَلاً صَالِحًا وَلا يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِ أَحَدًا (110

অনুবাদ-বলুন, আমিও তোমাদের মতই একজন মানুষ। আমার প্রতি প্রত্যাদেশ হয় যে, তোমাদের মাবুদ হল একজন। অতএব, যে ব্যক্তি তার পালনকর্তার সাক্ষাত কামনা করে, সে যেন সৎকর্ম সম্পাদন করে এবং তার পালনকর্তার ইবাদতে কাউকে শরীক না করে। {সূরা কাহাফ-১১০}

আরো জানুনঃ 
,
মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ
    
إِذْ قَالَ رَبُّكَ لِلْمَلائِكَةِ إِنِّي خَالِقٌ بَشَرًا مِن طِينٍ (71

অনুবাদ-যখন আপনার পালনকর্তা ফেরেস্তাদের বললেন-আমি মাটির তৈরী মানুষ সৃষ্টি করব। {সূরা সোয়াদ-৭১}

অন্যত্র ইরশাদ হয়েছে-

وَلَقَدْ خَلَقْنَا الإِنسَانَ مِن صَلْصَالٍ مِّنْ حَمَإٍ مَّسْنُونٍ (26

অনুবাদ-নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি পঁচা কর্দম থেকে তৈরী বিশুস্ক ঠনঠনে মাটি দ্বারা। {সূরা হিজর-২৮}

অন্যত্র আরো ইরশাদ হয়েছে-

خَلَقَ الإِنسَانَ مِن صَلْصَالٍ كَالْفَخَّارِ (14) وَخَلَقَ الْجَانَّ مِن مَّارِجٍ مِّن نَّارٍ (15)

অনুবাদ-তিনি মানুষকে সৃষ্টি করেছেন পোড়া মাটির ন্যায় শুস্ক মৃত্তিকা থেকে এবং জিনকে সৃষ্টি করেছেন অগ্নিশিখা থেকে। {সূরা আর রাহমান-১৪,১৫}

আরো ইরশাদ হয়েছে-

هُوَ الَّذِي خَلَقَكُم مِّن تُرَابٍ

অনুবাদ-তিনিই তোমাদের সৃষ্টি করেছেন মাটি দ্বারা। {সূরা মুমিন-৬৭}
,
এ সংক্রান্ত বিস্তারিত জানুনঃ  
,
(০২)
বুযুর্গদের কবর -যেখানে যিয়ারত করা হয় তাকে মাজার বলে। সাধারন ভাবে কবর যিয়ারত দ্বারা বেশ কিছু ফায়দা হয় যেমন কলব নরম হয়, মৃত্যুর কথা স্মরণ হয়, আখিরাতের চিন্তা বৃদ্ধি পায় ইত্যাদি। বিশেষ ভাবে বুজুর্গদের কবর যিয়ারত করলে তাদের রূহানী ফয়েযও লাভ হয়। 

এতটুকুই আকীদা রাখা যাবে,এর চেয়ে বাড়িয়ে শরীয়ত বহির্ভূত কোনো আকীদা রাখা যাবেনা।
,
পীর মুর্শিদ যদি হকপন্থি হয়,তাহলে তারা শিক্ষকের ন্যায়।
শরীয়ত বহির্ভূত না হলে তাদের দেওয়া সবক আদায় করা যাবে।
শরীয়ত বহির্ভূত কোনো আকীদা রাখা যাবেনা।
,
(০৩)
এ সংক্রান্ত হাদীস গুলো সম্পর্কে বেশিরভাগ মুহাদ্দিসিনে কেরামগন জাল বলে আখ্যায়িত করেছেন।
তাই এটি হাদীস দ্বারা প্রমানীত কথা নয়।
এমনটি না বলাই উচিত।

(০৪)
عليه السلام ‘আলাইহিস সালাম।
 ’ অর্থ, তার উপর শান্তি বর্ষিত হোক।

যারা নবী নন,তাদের নামের শেষে সরাসরি আলাইহিস সালাম বলা জায়েজ নয়।
হ্যাঁ যদি আম্বিয়ায়ে কেরামদের নাম আলোচনার সাথে তারা ব্যাতিত অন্য কোনো নেককারদের নামও আলোচনা করা হয়,তাহলে শেষে তাবে' হিসেবে আলাইহিস সালাম বলা,লেখা ছহীহ আছে। 
(কিতাবুন নাওয়াজেল ১৫/৯০,আহসানুল ফাতওয়া ৯/৩৫,)
(আপকে মাসায়েল আওর উনকা হল ১/১০২)

★সুতরাং ইমাম হুসাইন রাঃ হযরত আলী রাঃ এএ নামের শেষে আলাইহিস সালাম বলা যাবেনা।
হ্যাঁ যদি রাসুলুল্লাহ সাঃ এর নামের সাথেই যদি তাদের নাম বলা হয়,তাহলে শেষে আলাইহিস সালাম বলা যাবে।
,                
বিস্তারিত জানুনঃ  


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by
জাযাকাল্লাহ খাইরান শায়খ! খুব সুন্দর করে উপস্থাপন করেছেন।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...