আসসালামু আলাইকুম।
অনেক দিন আগে কোথায় জানি পড়েছিলাম,তালাক নিয়ে মিথ্যা কথা বললেও তালাক হয়ে যায়, এটা কি সত্যি ????
আমি নিচে তিনটি অবস্থা জানতে চাচ্ছি। ইনশাআল্লাহ বইলেন।
৫/৬ মাস আগে এক তালাক বায়েন হয়ে গেছে এমন এক স্ত্রী এবং এক স্বামীর ৫/৬ মাস পরের কথোপকথন(যাদের এক তালাক বায়েনটা হয়েছিল সহবাসের আগে শর্তযুক্ত তালাকের মাধ্যমে)ঃ
১)স্ত্রীঃ তুমি কি আমাকে পূর্বে তালাকের শর্তের সাথে যতবার- ততবার যুক্ত করছিলা? স্ত্রী জানে, এই শব্দ যুক্ত করে নাই,তাও জিজ্ঞেস করছে।
স্বামীঃ হ্যাঁ করেছিলাম।
[ কিন্তু এটা মিথ্যা, সম্পূর্ন মিথ্যা। স্বামী বিরক্তিতে অথবা রাগে অথবা জিদ করে মিথ্যা কথা বলেছে।সে পূর্বে শর্তের সাথে যতবার- ততবার যুক্ত করে নাই। ]
কিন্তু স্বামীর এরূপ মিথ্যা কথা বলার কারনে কি স্ত্রীর উপর যতবার- ততবারের বিধান আরোপিত হয়ে গেলো???
২)স্ত্রীঃ তুমি কি কখনো
" পুনরায় বিয়ের পর আমার স্ত্রী অমুক কাজ করলে তালাক। " এমন বলেছো?
স্বামীঃ হ্যাঁ বলেছি।
[ কিন্তু স্বামী এটা মিথ্যা কথা বলেছিলো , স্বামী কখনো এমন মুখে উচ্চারণ করে নাই। স্বামী বিরক্তিতে অথবা রাগে অথবা জিদ করে মিথ্যা কথা বলেছে।]
এখন কি তাদের পুনরায় বিয়ে হলে সত্যিই তার স্ত্রী তালাক হয়ে যাবে???
কিন্তু কোন কাজ করলে তালাক হবে???
স্বামী তো এমন আসলে বলে নাই,সে তো স্ত্রীকে মিথ্যা বলেছিল।
৩)স্ত্রীঃ কখনো "যেই মেয়েকে বিয়ে করবো, সেই মেয়ে তালাক"এমন বলেছো?
স্বামীঃ
হ্যাঁ বলেছি।
[ কিন্তু স্বামী এটা মিথ্যা কথা
বলেছিল, স্বামী কখনো এমন মুখে উচ্চারণ হয় নাই। স্বামী বিরক্তিতে অথবা রাগে অথবা জিদ করে মিথ্যা কথা বলেছে। ]
এখন কি তাদের বিয়ে হলে সত্যিই তার স্ত্রী তালাক হয়ে যাবে???
স্বামী তো এমন আসলে বলে নাই,সে তো স্ত্রীকে মিথ্যা বলেছিল।