উত্তর
بسم الله الرحمن الرحيم
,
রেস্টুরেন্টের রেগুলার দামের চেয়ে ডিসকাউন্ট এ খাবার ডেলিভারির জন্য যে কোড ব্যবহার করা হচ্ছে,এখানে যদি কর্তৃপক্ষের পক্ষ থেকে সেই কোড ব্যবহারের অনুমতি আপনি পেয়ে থাকেন,এবং শরীয়তের খেলাফ কোনো কাজ আপনাকে না করতে হয়, তাহলে শরীয়তের বিধান অনুযায়ী এটা আপনার জন্য জায়েজ হবে।
অন্যথায় এটা ধোকা দেওয়া হবে।
রাসুল সাঃ বলেছেন
قال رسول الله صلى الله عليه وسلم من غشنا فليس منا
রাসুল সাঃ বলেন যে ব্যাক্তি ধোকা দেয়,সে আমার দলভুক্ত নয়।
,
তাই যদি উক্ত কোড ব্যবহারের অনুমতি আপনি না পেয়ে থাকেন,বা সেই ডিসকাউন্ট পেতে গিয়ে শরীয়তের খেলাফ কোনো কাজ আপনাকে করতে হয়,তাহলে শরীয়তের বিধান অনুযায়ী এটা আপনার জন্য জায়েজ হবেনা।