ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহাম।
জবাবঃ-
(১)
হিংসা বিদ্বেষ শয়তান থেকে এসেছে।শয়তানই মানুষের অন্তরে হিংসার বীজ বপন করে থাকে। "কুলসুম রাঃ থেকে হিংসা এসেছে" এ কথার কোনো বিত্তি নাই।
(২)
রাসূলুল্লাহ সাঃ এর পুত্র দীর্ঘকাল হায়াত পাননি, এর সঠিক কারণ আল্লাহ-ই ভালো জানেন।তবে আমরা চর্মচক্ষু দ্বারা যতটুক দেখি ও অনুভব করে থাকি, তা হল যে, যদি রাসূলুল্লাহ সাঃ এর পুত্ররা আজ বেচে থাকতেন, তবে তাদেরকে নবীরূপে গ্রহণকারীর একদল আজ থাকত।যারা রাসূলুল্লাহ সাঃ কে শেষনবী হিসেবে কখনো মানত না।বরং রাসূলুল্লাহ সাঃ এর সন্তানাদিকেও আজ তারা নবী বলে প্রচার করতো।
হয়তোবা এই হেকমতে আল্লাহ তা'আলা রাসূলুল্লাহ সাঃ এর পুত্রদেরকে লম্বা হায়াত দেননি।
(৩)
রাসুল (সা.) বিয়ের সময়ে উপহার হিসেবে নিজ কন্যা ফাতিমাকে (রা.) একটি বিছানার চাদর, একটি খেজুরের ছাল ভর্তি চামড়ার বালিশ, দুইটি আটা পিষার চাক্কি বা যাতা এবং দুইটি পাত্র দিয়েছিলেন।(আল-ইসাবাহ)
কোনো কোনো বর্ণনায় চারটি বালিশের কথাও পাওয়া যায়।