আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
আমার বাবার বাড়ি নাটোর,শ্বশুর বাড়ি পটুয়াখালী(স্থায়ী) আমি ও আমার হাজবেন্ড ঢাকাতে একটা বাসা ভাড়া নিয়ে থাকি,(অস্থায়ী)। আমাদের নিয়ত আছে , ভবিষ্যতে অর্থাৎ ২-১ বছরের মধ্যে ঢাকায় একটা ফ্লাট কেনার। স্থায়ী ভাবে থাকার জন্য। এর পাশাপাশি গ্রামেও বাড়ি করার ইচ্ছা আছে যদি আল্লহ তাওফিক দেন৷ সেই সূত্রে আমাদের নিয়ত আছে বেশির ভাগ সময় ঢাকায় থাকা হলেও পটুয়াখালীর গ্রামেও আমরা এসে থাকব ইন শা আল্লহ ।(তবে পুরোপুরি স্থায়ীভাবে নাহ,ঢাকায় থেকে এখানে আসা যাওয়ার মধ্যে থাকব)
এখন আমার প্রশ্নঃ
১. আমার বাবার বাড়িতে যেহেতু আর থাকি নাহ,বছরে ২/১ বার যাই বেড়াতে তখন ১০-১৫ দিন থাকলে কি আমি মুসাফির হব নাকি মুকীম?
২. আমার শ্বশুর বাড়ি পটুয়াখালী তে বর্তমানে গেলে ৬-৭ দিন থাকা হয়, এই সময় কি আমি এখানে মুসাফির হিসেবে থাকব নাকি মুকিম?
৩. ঢাকায় তো আমি এখন মুকীম ,তাহলে যখন দুই জায়গাতেই আসা যাওয়ার মধ্যে থাকব তখন কোন স্থান কে আমার স্থায়ী ঠিকানা হিসেবে গণ্য করব?