ওয়া আলাইকুমুস সালাম
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির
রাহিম।
জবাবঃ
আল্লাহ তায়ালা যালেমদেরকে
পছন্দ করেন না। তিনি বলেন-
وَأَمَّا الَّذِينَ آمَنُوا
وَعَمِلُوا الصَّالِحَاتِ فَيُوَفِّيهِمْ أُجُورَهُمْ ۗ وَاللَّهُ لَا يُحِبُّ
الظَّالِمِينَ
পক্ষান্তরে যারা
ঈমান এনেছে এবং সৎকাজ করেছে। তাদের প্রাপ্য পরিপুর্ণভাবে দেয়া হবে। আর আল্লাহ অত্যাচারীদেরকে
ভালবাসেন না। (সূরা আলে ইমরান, আয়াত ৫৭)
হাদীস শরীফে
এসেছে-
وَعَنْ عَلِيٍّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«إِيَّاكَ وَدَعْوَةَ الْمَظْلُومِ فَإِنَّمَا يَسْأَلُ اللَّهَ تَعَالَى حَقَّهُ
وَإِنَّ اللَّهَ لَا يَمْنَعُ ذَا حق حَقه»
‘আলী
(রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তুমি অত্যাচারিতের বদদু‘আ থেকে নিজেকে
রক্ষা করো। কেননা সে আল্লাহ তা‘আলার কাছে নিজের অধিকার প্রার্থনা করে। আল্লাহ
তা‘আলা কোন হকদারকে নিজের পাওনা থেকে বঞ্চিত করেন না। (হাদীসটি য‘ঈফ : শু‘আবুল
ঈমান ৭৪৬৪, আর জামি‘উস্
সগীর ১১২৩, য‘ঈফুল জামি‘
১১০, হিলইয়াতুল
আওলিয়া ৩/২০২)
★ সু-প্রিয়
প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
স্টুডেন্টরা
পরীক্ষার খাতায় যা লিখবে তার যথাযথ নাম্বার পাওয়া এটা তাদের হক। সুতরাং শিক্ষকদের জন্য
শিক্ষার্থীদের পরীক্ষার খাতায় কোনো প্রকার ভুল বা কারণ ছাড়াই
ইচ্ছাকৃত ভাবে নাম্বার কর্তন করা জায়েজ নয়। সুতরাং যদি কোনো প্রকার ভুল বা কারণ ছাড়াই
ইচ্ছাকৃত ভাবে নাম্বার কর্তন করে তাহলে তার গুনাহ হবে।