বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
https://www.ifatwa.info/425 নং ফাতাওয়ায় বলেছি যে,
প্রথমে আমাদেরকে একটি মূলনীতি বুঝতে হবে।
সেটা হল,
হারাম জিনিষের মৌলিকত্ব চলে যাবার পর তার বিধান কি?সে সম্পর্কে বর্ণিত রয়েছে.........
আর হারাম কোন বস্তু যেমন শুকর ইত্যাদির যদি এমনভাবে রিফাইন করা হয় যে, এসবের কোন মৌলিকত্ব বাকি না থাকে, তাহলেও উক্ত বস্তু ব্যবহার করা জায়েজ আছে। আর যদি সেসব হারাম বস্তুর মৌলিকত্ব বাকি থাকে, তাহলে উক্ত বস্তু যাতে মিশ্রিত করা হবে, তা ব্যবহার করা জায়েজ হবে না।{নিহায়াতুল মুহতাজ লির রামালি-৮/১২}
সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
গরুর ফিডে যেহেতু বর্তমানে নাপাকি দৃশ্যমান নয়, এবং তাছাড়া নাপাকির দৃঢ় ইয়াকিন বিশ্বাসও নয়, তাই শুধুমাত্র সন্দেহের দ্বারা গরুর ফিড নাপাক হবে না।