বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ-
(০১)
মনে মনে কোন শর্ত তালাকের সাথে সংযুক্ত করলে তালাক হবেনা,স্ত্রী জানুক বা না জানুক।
হাদীস শরীফে এসেছেঃ
হযরত আবু হুরায়রা রাযি থেকে বর্ণিত,তিনি বলেন,
ﻋَﻦْ ﺃَﺑِﻲ ﻫُﺮَﻳْﺮَﺓَ ﺭَﺿِﻲَ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻨْﻪُ ﻗَﺎﻝَ : ﻗَﺎﻝَ ﺍﻟﻨَّﺒِﻲُّ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢ : َ ( ﺇِﻥَّ ﺍﻟﻠَّﻪَ ﺗَﺠَﺎﻭَﺯَ ﻟِﻲ ﻋَﻦْ ﺃُﻣَّﺘِﻲ ﻣَﺎ ﻭَﺳْﻮَﺳَﺖْ ﺑِﻪِ ﺻُﺪُﻭﺭُﻫَﺎ ﻣَﺎ ﻟَﻢْ ﺗَﻌْﻤَﻞْ ﺃَﻭْ ﺗَﻜَﻠَّﻢ
রাসূলুল্লাহ সাঃ বলেছেন,নিশ্চয় আল্লাহ তা'আলা আমার খাতিরে আমার উম্মতের অন্তরে চলে আসা ওয়াসওয়াসা(শয়তানি প্ররোচনা) বিষয়ে কোনো প্রকার হস্তক্ষেপ/শাস্তি প্রদাণ করবেন না।যতক্ষণ না সে কথা বা কাজের মাধ্যমে সেটাকে বাস্তব রূপ দিচ্ছে। (সহীহ বোখারী-২৩৯১,সহীহ মুসলিম-১২৭)
(০২)
স্ত্রীর অজ্ঞতাবশত কোন শর্ত যদি স্বামী তালাকের সাথে সংযুক্ত করে, তাহলে স্ত্রী সেই কাজ করলে তালাক হবে।
,
(০৩)
এক্ষেত্রে সন্দেহ হলে তালাক হবেনা।
,
قال العلامۃ الحموی: فحلفہ باطل ای فلا شییٔ علیہ قیل اما الطلاق والعتاق فانہما لا یقعان بالشک۔ (غمز عیون البصائر علی الاشباہ ۱:۱۹۸ القاعدۃ الثالثۃ)
সারমর্মঃ
তালাক আর গোলাম আযাদ,এই দুটি বিষয় সন্দেহের ছুরতে সম্পন্ন হয়না।
★তবে প্রশ্নে উল্লেখ রয়েছে যে ""স্বামী যখন বলেছিলো তখন সে জানতোই না এটা শর্ত হতে পারে""
সেক্ষেত্রে এটি তো সন্দেহ নয়।
এটি সে মুখে বলেছে কিনা? সেটি তার মনেই আছে।
তাই এক্ষেত্রে মুখে বলে থাকলে স্ত্রী সে কাজ করলে তালাক পতিত হবে।