আসসালামু আলাইকুম।
কোন এক দম্পতির এক তালাক বায়েন পতিত হয়েছে,কিন্তু স্বামী মনে করে তাদের মাঝে কোন সমস্যা হয় নাই,তারা এখন ও স্বামী- স্ত্রী ই আছে,স্বামী ফতোয়া মানতে চায় না,যদিও একাধিক নির্ভরযোগ্য জায়গা থেকে স্ত্রী ফতোয়া নিয়েছে।
কিন্তু স্বামী তার স্ত্রীকে পুনরায় বিয়ে করতে রাজি।কিন্তু স্বামী বলেছে এটা লোক দেখানো,আগে যে বিয়ে হইছিলো সেইটাই এখনও তার মতে ঠিক আছে।
১)স্বামীর এরূপ বিশ্বাসের কারণে তো আর কিছু আসে যায় না,তাই না?
আল্লাহর দৃষ্টিতে এক তালাক বায়েন হয়ে গেছে মানে তালাক হয়ে গেছে,তাই না?
২)স্বামীর এরূপ বিশ্বাসের জন্য কি তাদের পুনরায় বিয়ে বৈধ হতে কোন সমস্যা আছে?
৩) স্বামীর বিশ্বাস যদি এমনই থাকে এবং এই অবস্থায় তাদের পুনরায় বিয়ে হয়,বিয়েটা বৈধ হবে,ইনশাআল্লাহ?