আসসালামু আলাইকুম।
একটা মেয়ে তালাকের বিভিন্ন মাসআলা পড়তেছিলো দীর্ঘদিন ধরে। বিয়ের আগেও শর্তযুক্ত তালাক দেওয়া যায় এটা পড়ে মেয়েটা আঁতকে উঠে এবং খুব চিন্তায় পড়ে যায়।
ঐ মেয়ে ঠিক করে যার সাথে বিয়ে ঠিক করা হয়েছে,তাকে এই ব্যাপারে জিজ্ঞেস করবে,যেহেতু দীর্ঘদিন তাদের প্রেমের সম্পর্ক ছিল, তাই বাস্তবে জিজ্ঞেস করাটা তার জন্য খুব সহজ ছিলো।তারা দুজন দিনে দেখা করে এবং মেয়েটা কমপক্ষে ৭/৮ বার ঐ ছেলেটাকে বিয়ের পর শর্তযুক্ত করে সে কখনো এই পর্যন্ত তালাক দিয়েছে কি না জিজ্ঞেস করে এবং কোন কারনে বিয়ের পর তাদের তালাক হয়ে যাবে কিনা,জিজ্ঞেস করে।
৭/৮ বারই ছেলেটা উত্তর দেয় সে কখনোই এমন বলে নাই।
পরে রাতে মোবাইলের মাধ্যমে আবার ও তাদের কথা হয়,এখন ও সেই মেয়ে ২/৩ বার ঐ একই প্রশ্ন করে,ছেলেটা খুব বিরক্ত হয়ে যায় এবং মেজাজ গরম করে এবং ফোনে একবার ঐ মেয়েটার
প্রশ্ন না বুঝেই (আবার ও বলি প্রশ্ন না বুঝেই) একবার নেগেটিভ উত্তর দিয়ে ফেলে।মেয়েটা স্পষ্ট বুঝতে পারে যে, সেই ছেলেটা প্রশ্নটা বুঝতে পারে নাই।
তাই মেয়েটা সাথেসাথেই শেষবার আবার তাকে জিজ্ঞেস করে "তুমি বিয়ের পর ইঙ্গিত দিয়ে শর্তযুক্ত করে কিছু বলছো?বিয়ের পর কোন তালাক হবে?"
ছেলেটা উত্তর দেয়, "না এমন শর্তযুক্ত তালাক দেই নাই,বিয়ের পর কোন তালাক হবে না। এই প্রশ্ন আর জিজ্ঞেস করবা না,প্লিজ। সারাটাদিন উত্তর দিলাম, আবার রাতে ও একই জিনিস শুরু করছো।"
এখন প্রশ্ন হলো,ছেলেটা প্রশ্ন না বুঝে মোবাইলে একবার মেয়েটাকে নেগেটিভ উত্তর দেওয়াতে কি বিয়ের পর কোন তালাক পতিত হবে?
আসলে মেয়েটা,এই প্রশ্ন অনেকবার করতে করতে খুব বিরক্ত বানাইয়া ফেলছিলো ছেলেটাকে।
★★★নোটঃ ছেলেটা প্রশ্ন না বুঝে যে মোবাইলে একবার নেগেটিভ উত্তর দিয়েছে,ছেলেটা জানেও না,এই ব্যাপারটা।
★★★নেগেটিভ উত্তর কিন্তু কোন পূর্ণ বাক্যে ছেলেটা কিছু বলে নাই।
আসলে ব্যাপারটা হলো,মেয়েটা প্রশ্নটা ঘুরিয়ে করেছিলো,ছেলেটা হয়তো ঘোরের মধ্যে বলে ফেলছে "না এমন বলি নাই অথবা না এমন হয় নাই অথবা না এমন হবে না"।( এখন সঠিক মনে করতে পারতেছি না, আসলে কি বলেছিল।)
কিন্তু
মেয়েটা সবসময় যেই প্রশ্নটা করতেছিল,সেই প্রশ্নটা ঘুরিয়ে অন্যভাবে করায় ছেলটার এই উত্তরটা নেগেটিভ হয়ে গেছে।
আমি কি আপনাকে বুঝাতে পারছি,এমন হয় না অনেক সময়,
হয়তো ছেলেটা ঘোরের মধ্যে প্রশ্নটা না বুঝেই বলে ফেলছে,ছেলেটা কিছুই জানে না, আসলে সে কিসের উত্তর কি দিয়ে দিলো। মেয়েটা তাই সাথেসাথেই আবার শেষবারের মতো ছেলেটাকে জিজ্ঞেস করেছিল, তখন কিন্তু মেয়েটা পজেটিভ উত্তরই পেয়েছে।
★ছেলেটা কিন্তু ৯/১০ বারই বলেছে সে এমন শর্ত কখনো যুক্ত করে নাই এবং বাস্তবেও সে বলে নাই।
প্লিজ বলেন বিয়ে করলে কি কোন তালাক পতিত হবে?