জবাবঃ
যেহেতু ইসলাম দ্বীনে ফিতরাহ বা স্বভাবজাত ধর্ম।তাই বলা যায় যে,পরিস্কার-পরিচ্ছন্নতা সম্পর্কে ইসলামে অনেক গুরুত্বারোপ করা হয়েছে।
যেজন্য ফুকাহায়ে কেরাম লিখেন,
বিনা ওজরে শরীরের অবাঞ্ছিত লোম, নখ ইত্যাদিকে চল্লিশ দিন পর কাটা মাকরূহ তাহরীমি।তাতে অবশ্যই গোনাহ হবে
যেমন হযরত আনাস রাযি. থেকে বর্ণিত রয়েছে-
وُقِّتَ لَنَا فِي قَصِّ الشَّارِبِ، وَتَقْلِيمِ الأَظْفَارِ، وَنَتْفِ الإِبِطِ، وَحَلْقِ الْعَانَةِ، أَنْ لاَ نَتْرُكَ أَكْثَرَ مِنْ أَرْبَعِينَ يَوْماً.
অর্থাৎ, গোঁফ ছোট রাখা , নখ কাঁটা, বগলের লোম উপড়িয়ে ফেলা এবং নাভীর নিচের লোম চেঁছে ফেলার জন্যে আমাদেরকে সময়সীমা নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল যেন, আমরা তা করতে চল্লিশ দিনের অধিক দেরী না করি। (মুসলিম ২৫৮)
কিন্তু '৪০ দিন অতিক্রম করলে ইবাদত কবুল হবে না ; কথাটা বিশুদ্ধ নয়।