একজন যুবকের বিয়ের পূর্বে অন্য মেয়ের সাথে হারাম সম্পর্ক ছিলো। (প্রায় ২ বছর)
কিন্তু আল্লহ এর মহব্বতে যুবকটি প্রেম ছেড়ে দিয়েছে। প্রেম ছেড়ে দেয়ার ৩/৪ বছর হয় গেছে।
কিন্তু যখন যুবকটি মেয়েকে বুজিয়ে বলছে, "যে আমরা রিলেশন আর রাখতে পারবো না। হারাম হচ্ছে এসব। তখন মেয়েটিও মেনে নিলো'। পরে ৩/৪ বছর আর কথা হয় নাই।
তবে যখন ছেলেটি হারাম সম্পর্ক ত্যাগ করেছিলো তখন একটি কথা মুখ দিয়ে যুবকটি , , ,৩ এর অধিক বার বলেছে (মেয়ের নাম রুমা), বলেছে যে,
"রুমার সাথে আমি আজ থেকে হারাম সম্পর্ক ছাড়লাম। আর ওই রুমা-কেই উদ্দেশ্য করে বলেছে
তালাক,তালাক,তালাক।
(যুবকটি এখানে যে তালাক দিয়েছে, সেটা ভবিষ্যতে ওই মেয়ের সাথে বিয়ের জন্য না। বরং ওই যে হারাম সম্পর্ক ছিলো তা-ই বিচ্ছেদ করেছে, সেই হারাম সম্পর্ক বিচ্ছেদের নিয়তেই তালাক দিয়েছে, বিয়ের উদ্দেশ্যে নয়।)
প্রশ্ন দাঁড়ায়---
১। উপোরক্ত বর্নিত তালাক দেয়ার কারনে, এখন ওই যুবকটি ওই মেয়েকে (রুমাকে) বিইয়া করতে পারবে কি? (কেননা, এখন তাদের ২ পক্ষ ফ্যামিলি তাদেরকে বিয়ে দিতে চায়)।
২। যদি ওই মেয়েকে বিয়ে না করা যায়। তাহলে ওই যুবকটি অন্য মেয়ে বিয়ে করতে সমস্যা আছে কি না? (মানে বিয়ে করার সাথে সাথেই তালাক পতিত হবে কি?)