বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
ক)
যেহেতু তিনজন মিলেই অর্ডার করা হয়েছে, তাই এ টি-শার্টের মালিক উক্ত তিন ব্যক্তিই। যদি কোনো একজন উক্ত টি-শার্ট পরিধান করতে চান, তাহলে অপর দুইজনের সম্মতি ব্যতিত তিনি পারবেন না।
খ)
খালিছ লাল কালারের হলে, উক্ত টি-শার্টকে বিক্রি করে দিবেন, বা অন্যকোনো জিনিষ তা দ্বারা বানিয়ে নিবেন,অথবা কম্পানিকে ফিরিয়ে দিবেন।
(২)
ক)
না, ব্যক্তিগত কাজে ব্যবহার করা জায়েয হবে না।কম্পানি কর্তৃপক্ষের অনুমতি নিয়ে অবশ্যই ব্যক্তিগত কাজে ব্যবহার করা যাবে।
খ)
কম্পানির কাছ থেকে অনুমতি নিবেন, বা সেই কম্পোজ সমপরিমাণ টাকা কম্পানির একাউন্টে জমা দিয়ে দিবেন।
(৩)
ক)
জ্বী, দিতে পারবেন।
খ)
জ্বী, নিতে পারবেন।
(৪)
যতবার ইচ্ছা পড়তে পারেন।কোনো সংখ্যা দ্বারা তা নির্দিষ্ট নয়।