ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহাম।
জবাবঃ-
(১)
বান্দার হক কি? সামান্য কমন সেন্স ব্যায় করলেই এগুলো চিনে নিতে পারবেন।
মানুষের জান ও মাল সম্পর্কিত যেকোনো জিনিষকেই বান্দার হক বলা হয়ে থাকে।
(২)
কিভাবে নষ্ট হয়? এমন প্রশ্নের জবাব কি দেবো, খুজে পাচ্ছি না।প্লিজ অযথা আমাদের সময় নষ্ট করবেন না।
বান্দার হক নষ্ট হয় বলতে,কোনো বান্দার জান ও মালে ক্ষতি হওয়া, সুতরাং কোনো বান্দার জান ও মালে ক্ষতি হয়ে গেলে,সাথে সাথেই আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে।
(৩)
জ্বী, মালিককে অবগত করতে হবে।মাফ চাওয়ার কোনো প্রয়োজন নাই এক্ষেত্রে।
(৪)
মালিক জানার পরও কিছু না বললে, তাতে মালিকের মৌন সম্মতি বুঝা যাবে।
(৫)
এ কি আজব প্রশ্ন!!!! এমন প্রশ্নের জবাব আমরা দিতে অপারগ।
(৬)
জ্বী, তাই। হুরমত হবে না।
(৭)
এমন প্রশ্নের জবাব আমাদের জানা নেই।
(৮)
জ্বী, অন্য আত্মীয়কে বিয়ে করা যাবে।
(৯)
শুধু কথা বলার দ্বারা হুরমত হবে না।
(১০)
এমন হলে, আবার নামায পড়ে নেবেন।
(১১)
যেহেতু তাদের নিয়ম অনুযায়ী ভাড়া দিয়েছেন, তাই তাদের হক নষ্ট হয়নি।
(১২)
এ কি আজব প্রশ্ন!! ভাই এরকম প্রশ্ন আমাদেরকে করবেন না।কেননা মূল্যবান প্রশ্ন গুলোর উত্তর দিতে আমরা অপারগ।
(১৩)
জানি না।
(১৪)
না, ঐ ব্যক্তির কোনো গোনাহ হবে না।
(১৫)
আজব প্রশ্ন!!!!
হুরমত হবে না।