আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।উস্তায, গ্রামে এমন অনেক মহিলা বা বৃদ্ধা আছেন যারা পড়াশোনা করেন নি বা করলেও সামান্য।তারা কুরআন পড়া টাও সহীহ করে শিখেন নি।।সালাত আদায় করছেন সূরা ঠিক নেই। উচ্চারণ, মাখরাজ তো দূরের কথা,সূরাই ভূল। ঠিক করার আগ্রহ,ফিকির ও কম,এমন যে এ-ই বয়সে হবে নাকি,এমতাবস্থায় উনাকে কিভাবে পরামর্শ দেয়া যায় বা শেখানোর ফিকির করা যায়? বয়সের ভারে মুখে জড়তা চলে আসছে আর যারা পড়াশোনাই করেন নি তাদের তো আরো খারাপ অবস্থা।
আবার খুব ইচ্ছা না নিয়ে হলেও কেউ শুরু করলে বলে দেয়ার পর মাখরাজ ঠিক হচ্ছে না,মানে মাখরাজের স্থানগুলো ই ধরতে পারে না বা ব্যালেন্স করতে পারে না,আর অন্যান্য তাজবীদের রুলস তো বাকিই থাকল ।এরকম হলে এক হরফ ঠিক না হলে পরবর্তী হরফে কিভাবে যাবে।আর যখন একটাই ঠিক হচ্ছে না দেখে আগ্রহ হারিয়ে ফেলছেন।এমতাবস্থায় কি করণীয়?
উনারা কি পড়ার ক্ষেত্রে ছাড় পাবে,এমন যে মোটামুটি হলেই হবে।
আর ভূল কিরাআত বা ভূল সূরা দিয়ে সালাত পড়লে তো সালাত ভেঙে যাওয়ার কথা, উনারা কি ওভাবেই সালাত আদায় করতে থাকবে?
জাযাকুমুল্লাহ খইরন কাসীরান