বিসমিল্লাহির রাহমানির রাহাম।
জবাবঃ-
(১)
নিজ স্বামীকে নিয়ে সহবাসের কল্পনা করলে অাশা করা যায় কোনো গোনাহ হবে না।
(২)
https://www.ifatwa.info/4677 নং ফাতাওয়ায় আমরা বলেছি যে,
অন্যন্য হারাম জিনিষ থেকে মুক্ত ইসলামিক ইতিহাস নিয়ে রচিত কোনো কার্টুন থাকলে শিক্ষার প্রয়োজনে শিশুদের জন্য অনুমোদন কিছুসংখ্যক ফুকাহায়ে কেরাম দিয়ে থাকেন।এমন কার্টুন প্রয়োজনে বড়রাও মাঝেমধ্যে দেখতে পারবে।তবে সব সময় আবার দেখতে পারবে না।কেননা এতে সময়ের অপচয় হবে।
সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
যদি নবী বা নবীর আত্মীয় স্বজনদের ছবি না আকা হয়, এবং তাতে নারীদৃশ্য ও মিউজিক না থাকে,তাহলে শিক্ষার স্বার্থে এগুলোকে শিশুদের জন্য অনুমোদন দেয়া যেতে পারে।নতুবা অনুমোদন দেয়া যাবে না।
(৩)
যতটা রমজান আপনার সামন দিয়ে অতিবাহিত হয়েছে।এর মধ্যে যতটা রোযার আপনি রাখেননি।বা নিয়তই করেননি।সেগুলোকে হিসেব করে শুধুমাত্র কাযা করে নিবেন। কাফফারার কোনো প্রয়োজন এক্ষেত্রে নেই।
আর যে সমস্ত রোযা আপনি রেখে তারপর ভেঙ্গে দিয়েছেন। যেমন আপনি খানাপিনার মাধ্যমে একটি ভেঙ্গেছেন। এ রোযার কাযার সাথে সাথে কাফফারাও আদায় করবেন।কাফফারা সম্পর্কে জানতে ভিজিট করুন- https://www.ifatwa.info/102
(৪)
স্বামীর সন্তুষ্টির স্বার্থে এগুলোকে উপড়িয়ে ফেলতে পারবেন।