জবাব
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
(০১)
যদি মুকিম ইমামের পিছনে মুসাফির ইক্তেদা করে,তাহলে আর কসর করা যাবেনা,বরং পূর্ণ নামাজ আদায় করতে হবে।
হাদীস শরীফে এসেছেঃ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الأَعْلَى، فِي حَدِيثِهِ عَنْ خَالِدِ بْنِ الْحَارِثِ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، قَالَ سَمِعْتُ مُوسَى، - وَهُوَ ابْنُ سَلَمَةَ - قَالَ قُلْتُ لاِبْنِ عَبَّاسٍ كَيْفَ أُصَلِّي بِمَكَّةَ إِذَا لَمْ أُصَلِّ فِي جَمَاعَةٍ قَالَ رَكْعَتَيْنِ سُنَّةَ أَبِي الْقَاسِمِ صلى الله عليه وسلم .
মুহাম্মদ ইবনু আবদুল আলা (রহঃ) ... মুসা ইবনু সালামা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি ইবনু আব্বাস (রাঃ)-কে বললাম, আমি মক্কায় কিভাবে সালাত আদায় করব যখন আমি জামাআতে সালাত আদায় না করি? তিনি বললেন, দু’রাকআত আদায় করবে, এটাই আবূল কাসেম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সূন্নাত।
[সহীহ। নাসায়ী ১৪৪৬. আস-সহীহাহ হাঃ ২৬৭৬, ইরউয়াউল গালীল ৫৭১, মুসলিম (ইসলামিক সেন্টার) হাঃ ১৪৫৭]
এই হাদীস দ্বারা বুঝা যায় যে যদি ইমামের পিছনে নামাজ পড়ে,তাহলে চার রাকাত পূর্ণ করবে।
আরো জানুনঃ
★সুতরাং প্রশ্নে উল্লেখিত ছুরতে ৪ রাকাত পূর্ণ করতে হবে।
(০২)
সাধারণত ছেলেরা তো শশুর বাড়িতে স্থায়ী ভাবে থাকার নিয়ত করেনা।
সুতরাং যদি কাহারো শশুর বাড়ি ৭৭ কিলোমিটার থেকে বেশি দুরত্বে হয়,আর সেখানে গিয়ে ১৫ দিনের কম থাকার নিয়ত করে,তাহলে সে মুসাফির হবে।
কসর আদায় করবে।
,
অন্যথায় নয়।