ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
হোম বিজনেসও যেহেতু বর্তমানে অন্যতম বিজনেস এর অন্তর্ভুক্ত।
তাই অন্যান্য বিজনেস এর ক্ষেত্রে যেরকম মিটারে পার ইউনিট রেট রেসিডেন্সিয়াল রেট থেকে ভিন্ন এবং যথেষ্ট পরিমাণে বেশি হয়,হোম বিজনেস এর ক্ষেত্রেও তেমন বেশিই হবে।
সুতরাং প্রশ্নে উল্লেখিত ছুরতে রেসিডেন্সিয়াল রেট ব্যবহার করে হোম বিজনেস করা জায়েজ হবেনা।
এক্ষেত্রে অন্যান্য বিজনেসম্যান দের ন্যায় মিটারে পার ইউনিট রেট বেশি দিয়েই ব্যবসা করতে হবে।
নতুবা এটি ধোকা দেওয়া হবে,যাহা বৈধ হবেনা।
হাদীস শরীফে এসেছেঃ
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ غَشَّنَا فَلَيْسَ مِنَّا»
হযরত আবু হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেনঃ যে ধোঁকা দেয়, সে আমার উম্মতের অন্তর্ভূক্ত নয়। {মুসান্নাফ ইবনে আবী শাইবা, হাদীস নং-২৩১৪৭, সহীহ মুসলিম, হাদীস নং-১৬৪, সুনানে দারেমী, হাদীস নং-২৫৮৩, সুনানে ইবনে মাজাহ, হাদীস নং-২২২৫, সহীহ ইবনে হিব্বান, হাদীস নং-৪৯০৫}
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْمُسْلِمُونَ عَلَى شُرُوطِهِمْ
হযরত আবূ হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেনঃ মুসলমানগণ তার শর্তের উপর থাকবে। {সুনানে আবু দাউদ, হাদীস নং-৩৫৯৪, সুনানে দারা কুতনী, হাদীস নং-২৮৯০, শুয়াবুল ঈমান, হাদীস নং-৪০৩৯}
★★তবে এহেন ছুরতে তথা রেসিডেন্সিয়াল রেট ব্যবহার করে হোম বিজনেস এর ইনকাম নাজায়েজ হবেনা।
জায়েযই থাকবে।