1. আমি বিশ্বাসকরি যে , আমার জিবনে যা মন্দ ঘটে তার জন্য আমি দায়ি । আর ভালো যা কিছু ঘটে তা মহান আল্লাহর পক্ষ হতে কারন মানুষ কখনই তার ভালো করার ক্ষমতা রাখেনা যদি না মহান আল্লাহ চায় । মহান আল্লাহ আমাকে ভালো ও মন্দের জ্ঞান ( স্বাধিনতা) দিয়েছেন। এসব আমার তাকদিরে লেখা ছিল। কিন্তুু এর মানে এই নয় যে মহান আল্লাহ নিধারন করে দিয়েসে বলে হচ্ছে । বরং আমার দ্বারা এই কাজ টি হবে বলে তিনি লিখেসেন । কারন আল্লাহ মহাজ্ঞানী । মহান আল্লাহ আগে থেকে জানেন বলে , তাই লিখে রেখেসেন । আমার আকিদা কি সঠিক????
2. আমি এর আগেও প্রশ্ন করেসিলাম যে বিয়ে কি আল্লাহ নির্ধারিত কি না ?? আমি বলি নাই যে মহান আল্লাহ লিখে রেখেসেন কি না ?? কারন সব কিছু আগে থেকেই লেখা । মহান আল্লাহ মহাজ্ঞানী তিনি আগে থেকে জানেন তাই তিনি লিখে রেখেসেন। আমি মুসলমান , আমি বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, আমি মুসলিম পরিবারের সন্তান , অমুক এলাকায় জন্মগ্রহণ করেছি, আমি মেয়ে হয়ে জন্মেছি ইত্যাদি বিষয়গুলো মহান আল্লাহর নির্ধারিত । এগুলো তো আমার কোন হাত নাই। এগুলা মহান আল্লাহর ফয়সালা। ( আলহামদুলিল্লাহ) কিন্তু আমি বুঝাতে চাচ্ছি যে , বিয়ে ও কি এরকম??? আর মৃত্যু??? নাকি আমার দ্বারা ঘটবে এইভাবে রকম আল মহান আল্লাহ জানেন বিধায় তাই লিখে রেখেছেন । যেমন কেউ চুরি করতে গিয়ে ধরা পরে মানুষের হাতে মার খেয়ে মরে গেসে । এর মানে কি এটা যে মহান আল্লাহ নির্ধারণ করে রেখেসেন যে সে চুরি করবে আর তার পর মানুষের হাতে মার খেয়ে মরবে । এটা তার কর্মফল। মহান আল্লাহ পাক মহাজ্ঞানী তিনি আগে থেকেই জানেন তাই তিনি লিখে রেখেসেন ।
অনুরপ, কেউ যদি পালিয়ে গিয়ে বিয়ে করে, কোন কাফের কে বিয়ে করে , 8/9টা বিয়ে করে ( অথচ মহান আল্লাহ পাক ডিভোর্স বারবার অনুৎসাহিত করেসেন ), আর কেউ তার স্ত্রী মারা যাওয়ার পর আর বিয়ে করে না( অথচ মহান আল্লাহ তার জন্য আরও বিয়ে করার বৈধতা রেখেছেন ), কেউ যদি সমতা বিধান করার সামর্থ্য না থাকা শর্তেও চারটা বিয়ে করে ( অথচ মহান আল্লাহ কুরআনে বলে দিয়েছেন যে সমতা বিধান করতে এমনকি একজনকে রেখে অন্য উপর বেশি মহব্বত না করতে)
3... এখন আমি জানতে চাচ্ছি বিয়েটা আসলে কি ????
4. যদি আমার আকিদাহ ভুল থাকে তাহলে দয়া করে জানাবেন ।আমি নতুন করে ইমান আনবো ।