আসসালামু আলাইকুম,
উস্তাদ ইদানীং আলহামদুলিল্লাহ বোনদের জন্য জুম,ফেসবুক লাইভ ইত্যাদিতে ইসলাহী তালিম হয় ঈমান আমলকে জাগ্রত করা ও দ্বীনের উপর অটল থাকার জন্য,তো এই তালিম বোনেরা সংসারের ব্যস্ততা, দায়িত্ব, বাহিরের কাজের জন্য, নেটওয়ার্ক প্রব্লেমের কারনে নির্দিষ্ট যে সময়ে হয় তখন জয়েন করতে না পারায় আকুল হয়ে তালিম রেকর্ড করে তা সংরক্ষণের কথা বলেন যেন পরে সময় করে শোনা যায়।এখন বোনদের কন্ঠ পর্দার অন্তর্ভুক্ত হওয়ায় এই ব্যবস্থা করতে বেগ পেতে হয়,না জানি আবার কেউ রেকর্ড ডাউনলোড করে খিয়ানত না করে।এখন রেকর্ড না থাকার কারনে বোনেদের অনেক কষ্ট যে তারা পারিপার্শ্বিক কারণে এমন ঈমান জাগানিয়া দ্বীনী মজলিস মিস করে ফেলছেন,অনেকে খুব অনুনয় করেন যে কোনভাবে যদী রেকর্ড রাখা যেত।লক্ষনীয় যে তালিমে যে বোনেরা বলেন তাদের নাম ঠিকানা গোপন থাকে, তাদের নাগাল পাওয়া পাওয়া যায় না।এমন ক্ষেত্রে উম্মাহর বৃহত্তর উপকারের স্বার্থে তালিম রেকর্ড সংরক্ষণ করা জায়েয হবে কি? তাহলে এর মাধ্যমে বোনদের যে উত্তম ইসলাহ করার ধারা জারী হয়েছিলো তা বজায় থাকে,বোনদের পথভ্রষ্টতা লাঘব করা সম্ভব হবে ইন শা আল্লাহ,আর আমাদের ইসলাহী দায়িত্বও পূরন হয়।