লিখাটা একজন ভাইয়ের ফেইসবুক পোস্ট থেকে নেওয়া হয়েছে। লিখাটায় কোন ভুল আছে কিনা জানাবেন দয়া করে।
আল্লাহ কোথায়?
― আল্লাহ সমস্ত সৃষ্টিজগতের ঊর্ধ্বে।
[নোট: আল্লাহর সর্ববৃহৎ এবং সর্বোচ্চ সৃষ্টি হচ্ছে- আরশ; যা সপ্তাকাশের উপর এবং গোটা সৃষ্টি জগৎ-কে বেষ্টন করে রয়েছে। আল্লাহ আরশের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করে তাঁর শান অনুযায়ী 'ٱسْتَوَىٰ' (ইসতিওয়া― সমুন্নত) হয়েছেন। কিন্তু মাখলুকের মত স্থির নন কিংবা, আরশের মুখাপেক্ষিও নন।]
.
আল্লাহ মাখলুকের নিকটবর্তী কিভাবে?
― আল্লাহ'র قُدْرَة‎ (ক্ষমতা), علم‎ (জ্ঞান), نَظَر‎(দৃষ্টি)
গোটা বিশ্বজগৎকে বেষ্টন করে সর্বত্র বিদ্যমান।
এই দৃষ্টিকোণ থেকে, আল্লাহ মাখলুকের অতি নিকটবর্তী।
[ব্যাস! এটাই আল্লাহ সম্পর্কে আহলে সুন্নাহ'র মৌলিক আকীদা।]