আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ্ ,
উস্তাদজী ,
১ কোনো মাওলানা, মুফতি ইলমে জ্ঞান অর্জন করার পরও আল্লাহর বিধান ঠিক মতো আমল করে না , তবে তাকে কি বলে ?
২ কোনো পুরুষ যদি মসজিদে যেতে ২ মিনিট লাগে এমন দূরত্বে, মসজিদে নামাজ পড়তে না যায় তবে ইসলামী দৃষ্টিকোণ থেকে তার জন্য কোন মাসআলা প্রযোজ্য ?
৩ আমি যাদের শিক্ষা দিবো তাদের এভাবে বললে হবে যে ,
আল্লাহ্ কুরআন ও হাদীসে এভাবে বলেছেন আমরা সকলেই এগুলো মেনে চলার চেষ্টা করবো ইন্ শা আল্লাহ্ । বা আল্লাহ্ আমাদের সবাইকে আমলগুলো করার তৌফিক দান করুন ?
৪ যে ব্যক্তি (লোকদেরকে) ভালো কাজের উপদেশ দেয় এবং মন্দ কাজ থেকে বিরত থাকতে বলে কিন্তু নিজেরাই উপদেশ অনুযায়ী ভালো কাজ করে এবং মন্দ কাজ থেকে বিরত হয় না, তাদের সম্পর্কে কুরআন ও হাদিসে রয়েছে সুস্পষ্ট দিক-নির্দেশনা। আল্লাহ তাআলা বলেন-‘তোমরা লোকদেরকে ন্যায়ের পথ অবলম্বন করতে বল; কিন্তু নিজেদের কথা ভুলে যাও। অথচ তোমরা কিতাব অধ্যয়ন করতে থাক। তোমরা কি বিচার-বুদ্ধিকে কোনো কাজেই লাগাও না?’ (সুরা বাকারা : আয়াত ৪৪)
অন্য আয়াতে মুমিনদেরকে উপদেশ প্রদান সম্পর্কে সুস্পষ্ট ভাষায় নির্দেশ দিয়ে আল্লাহ তাআলা বলেন-‘হে ঈমানদারগণ! তোমরা কেন এমন কথা বল, যা তোমরা নিজেরাই মেনে চল না? তোমরা যা করনা, তোমাদের তা বলা আল্লাহর কাছে অতিশয় অসন্তোষজনক।’ (সুরা সফ : আয়াত ২-৩)
আল্লাহ্ এবং নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে অনেক আয়াত ও হাদীস বলেছেন ,
এর থেকে আমরা কিভাবে কি করবো ‌?