আসসালামু আলাইকুম।
প্রাপ্তবয়স্ক ছেলে এবং মেয়ে অভিভাবক ছাড়া ৩ জন স্বাক্ষীর সম্মুখে বিয়ে করলো।তাদের মাঝে সহবাস এবং খালওয়াতে সহীহা হওয়ার আগেই বিভিন্ন দিন বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া হলো এবং স্বামী, তার স্ত্রীকে অনকগুলো কাজের সাথে তালাকের শর্ত যুক্ত করে দিলো,উদাহরণস্বরূপঃ
A নং কাজ করবা না, করলে তালাক।
B নং কাজ করবা না, করলে তালাক।
C নং কাজ করবা না, করলে তালাক।
D নং কাজ করবা না, করলে তালাক।
স্ত্রী একদিন A নং কাজ করে ফেললো, তাই তাদের মাঝে এক তালাক বায়েন পতিত হয়ে গেলো।
কিছুদিন পর ইসলামিকভাবে তারা পুনরায় বিয়ে করলো। এখন প্রশ্ন হলোঃ
১) উক্ত স্বামীর সাথে পুনরায় বিয়ের পর যদি স্ত্রী A নং কাজ করে,তাহলে কি নতুন করে আর তালাক পতিত হবে?
২) B,C,D নং কাজ কি উক্ত স্বামীর সাথে পুনরায় বিয়ের পর করা যাবে???
৩)★ তাদের পূর্বে এক তালাক বায়েন হয়েছিল কিন্তু A নং কাজের শর্ত পাওয়ার কারণে।
B,C,D নং কাজের শর্ত পাওয়া যায় নাই ।
তাহলে উক্ত স্বামীর সাথে পুনরায় বিয়ের পর B,C,D নং কাজের সাথে তালাকের শর্ত কি এখনো রয়ে গেছে?
৪)এক তালাক বায়েন পতিত হওয়ার পরে এবং উক্ত স্বামীর সাথে পুনরায় বিয়ের আগে;
যদি উক্ত স্বামী, স্ত্রীকে কোন কাজের সাথে শর্তযুক্ত করে তালাক দেয়,তাহলে পুনরায় বিয়ের পর সেই কাজগুলো কি স্ত্রী করতে পারবে? সেই কাজগুলো করলে পুনরায় বিয়ের পর কি,কোনো তালাক পতিত হবে?
★ আমাকে হানাফি মাযহাব অনুযায়ী উত্তর দিয়েন,মুহতারাম।