আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

+1 vote
1,169 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (45 points)
একজন লোকের মৃত্যুর পর পেনশনের কিছু টাকা পেয়েছে তার পরিবার।
তার ৩ মেয়ে ও স্ত্রী আছে এবং বাবা ও মা জীবিত আছেন।

১. এক্ষেত্রে কে সম্পদের কতটুকু পাবে? দয়া করে অংশ টা বলবেন।

২. আর লোকটা সরকারি চাকুরী করতো। তার স্ত্রী বাকীজীবন পেনশেনের টাকা মাসে মাসে পাবেন। সেই মাসিক টাকা থেকেও কি মৃতের মা বাবা কে মাসে মাসে টাকা দিতে হবে?

1 Answer

0 votes
by (574,260 points)
উত্তর
بسم الله الرحمن الرحيم 
,
(০১) শরীয়তের বিধান অনুযায়ী (পেনশনের টাকা ব্যাতিত) মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পত্তি তার কাফন দাফন,৩ভাগের ১ ভাগ সম্পত্তি থেকে অছিয়ত পূরন,ঋণ থাকলে তা আদায় করার পর তার অবশিষ্ট সম্পদ  উত্তরাধিকারদের মাঝে বন্টন করা হলোঃ

৩ মেয়ে পাবে ৩ ভাগের ২ ভাগ।
 স্ত্রী পাবে ৮ ভাগের এক ভাগ।
মা পাবে ৬ ভাগের ১ ভাগ
বাবাও পাবে ৬ ভাগের ১ ভাগ। 
,
অর্থাৎ মৃত ব্যাক্তির রেখে যাওয়া সমস্ত সম্পত্তিকে ৮১ ধরে ভাগ করা হবে।
(শুরুতে ২৪ দিয়ে মাসয়ালা হবে, তারপর ২৭ দিয়ে আউল হবে,তারপর তাছহীহ হবে ৮১ দিয়ে।) 

তা থেকে  প্রত্যেক মেয়ে পাবে ১৬ । 
(১৬×৩=৪৮ )
স্ত্রী পাবে ৯ 
বাবা পাবে ১২
মা পাবে ১২
(১৬+১৬+১৬+৯+১২+১২=৮১)

★কুরআন শরিফ আছেঃ  
قوله تعالى  فإن كن نساء فوق اثنتين فلهن ثلثا ما ترك....فإن كان له اخوة فلامه السدس...فإن كان لكم ولد فلهن الثمن مما تركتم
আল্লাহ তায়ালা বলেন মৃত ব্যাক্তির একাধিক মেয়ে থাকলে তারা ৩ ভাগের ২ ভাগ পাবে।
মৃত ব্যাক্তির সন্তান থাকলে মা ৬ ভাগের ১ ভাগ পাবে।
মৃত ব্যাক্তির সন্তান থাকলে স্ত্রী ৮ ভাগের ১ ভাগ পাবে।
(সুরা নিসা ১১.১২)
,
.
.
(০২) সরকারি চাকুরিজীবী মারা যাওয়ার পর তাদের স্ত্রীকে যে পেনশনের টাকা সরকারের  পক্ষ থেকে দেওয়া হয়,এটা সরকারের পক্ষ থেকে তার স্ত্রীর প্রতি দয়া, অনুগ্রহ, ইহসান।
এটার সাথে মৃত ব্যাক্তির মিরাছের কোনো সম্পৃক্ততা নেই।
এটা শুধুমাত্র স্ত্রীই পাবে।
স্ত্রীই কেবল মাত্র এটা পাওয়ার হকদার।     
(ইমদাদুল ফাতওয়া ৪/৩৪২ মাকতাবায়ে যাকারিয়া)


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...