জবাব
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
(০১)
শরীয়তের একটি মূলনীতি হলো কাহারো সম্পদ তার সন্তুষ্টি চিত্তে ব্যাতিত ব্যবহার করা জায়েজ নেই।
মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ
وَ لَا تَاۡکُلُوۡۤا اَمۡوَالَکُمۡ بَیۡنَکُمۡ بِالۡبَاطِلِ وَ تُدۡلُوۡا بِہَاۤ اِلَی الۡحُکَّامِ لِتَاۡکُلُوۡا فَرِیۡقًا مِّنۡ اَمۡوَالِ النَّاسِ بِالۡاِثۡمِ وَ اَنۡتُمۡ تَعۡلَمُوۡنَ ﴿۱۸۸﴾
আর তোমরা নিজেদের মধ্যে একে অন্যের অর্থ সম্পদ অন্যায়ভাবে খেয়ো না, এবং মানুষের ধন-সম্পত্তির কিছু অংশ জেনে বুঝে অন্যায়ভাবে আত্মসাৎ করার উদ্দেশ্যে বিচারকদের কাছে পেশ করো না।
(সুরা বাকারা ১৮৮)
হাদীস শরীফে এসেছেঃ
عَنْ أَبِىْ حُرَّةَ الرَّقَّاشِىِّ عَنْ عَمِّه قَالَ : قَالَ رَسُوْلُ اللّٰهِ ﷺ : «أَلَا لَا تَظْلِمُوا أَلَا لَا يَحِلُّ مَالُ امْرِئٍ إِلَّا بِطِيبِ نَفْسٍ مِنْهُ».
আবূ হুররাহ্ আর্ রক্কাশী (রহঃ) তাঁর চাচা হতে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ সাবধান! কারো ওপর জুলুম করবে না। সাবধান! কারো মাল তার মনোতুষ্টি ছাড়া কারো জন্য হালাল নয়।
আহমাদ ২০৬৯৫, শু‘আবুল ঈমান ৫১০৫, ইরওয়া ১৪৫৯, সহীহ আল জামি‘ ৭৬৬২,মিশকাত ২৯৪৬)
,
★★সুতরাং প্রশ্নে উল্লেখিত আপনার বাবার টাকায় ক্রয়কৃত যাবতীয় সম্পদ,জমিজমার মালিক আপনার বাবা নিজে।
,
তাই আপনার বাবার জমিগুলো ফেরত নেওয়ার পূর্ণ অধিকার ছিলো।
জমিগুলো ফেরত নেওয়ার কারণে তিনি কোনোভাবেই গুণাহগার হবেননা।
শেষের জমিটা ফেরত নেওয়ার জন্যেও তিনি গুনাহগার হবেননা।
এটি তার হক,অধিকার।
এখানে কাহারো কোনো কথা ধর্তব্য নয়।
,
(০২)
আপনার মাকে এভাবে জোড় করে সই করে নেওয়া স্পষ্ট জুলুম।
যাহা কোনোভাবেই জায়েজ নেই।
আর এই কারনে তালাক দেওয়া জায়েজ নেই।
যদি শুধুমাত্র এই কারনে আপনার বাবা তাকে তালাক দেয়,তাহলে মহান আল্লাহর কাছে কঠিন জবাবদিহিতার সম্মুখীন হতে হবে।