আসসালামু আলাইকুম হুজুর,
নিম্নোক্ত ফতোয়ায় আপনি জানতে চেয়েছিলেন আমি স্বপ্ন দেখেছি কিনা। ফতোয়া লিংকঃ
https://www.ifatwa.info/26577/
আমি একবার স্বপ্ন দেখেছিলাম মেয়েটির অন্যত্র বিয়ে হচ্ছে। অতঃপর আমি আউযুবিল্ললাহ পড়ে পাশ ফিরে শুই এবং থুতু ফেলি। অতঃপর আমি আরো একবার ইস্তিখারা করেছিলাম। রাতে ইস্তিখারার নামাজ পড়ে আমি কিবলামুখী হয়ে ঘুমিয়ে পড়েছলাম। তারপর সকালে উঠে আমি কিছুই অনুভব করিনি। বেশ কয়েকদিন যাবত কিছুই অনুভব করিনাই।
তবে, আমার মনে হচ্ছে মেয়েটার যদি কোন চারিত্রিক বা অন্য কোন সমস্যা থাকত কিংবা মেয়ের ফ্যামিলি যদি মত ঘুরিয়ে ফেলত তবে আমি নিশ্চিত ভাবেই আর আগাতাম না। তখন অবশ্য সন্তুষ্ট থাকতাম আল্লাহর সিদ্ধান্তে।
আমার এ ও মনে হচ্ছেঃ আমার সিদ্ধান্ত যদি আল্লাহ নিজে নিতেন তবে আমি সবথেকে সন্তুষ্ট হতাম। আমি আল্লাহর কাছে এ দুয়া করি, যা আমার জন্য কল্যাণকর নয় তাতে যেন আমি কখনো সফল হতে না পারি। আর যা আমার জন্য কল্যানকর তা যেন আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হয়। আর তাতে যেন আফসোস না থাকে।
মোটকথা, আমার মন বলছে আল্লাহর উপর ভরসা রাখতে। আমার মন চাইছে আল্লাহ ই নির্ধারিত করে দিক সবকিছু।
আমার মন৷ এ ও বলছে আমি যেভাবে এগিয়েছি তা সঠিক হয়নি। এভাবে না আগালে আমার জীবন আরো সুন্দর হতে পারত। অবশ্য বিগত ৬-৭ মাসে তা কখনোই মনে হয়নি।
এসব ই শুরু হয়েছে যখন আমার ফ্যামিলি অনেকটা পজিটিভ হয়ে গেছে এবং বিয়ের ব্যাপারে আগাতে অনেকটাই রাজি হয়ে গেছে। ব্যাপার টা এমন আমি নিশ্চিত করলেই তারা আগাবে। অথচ তারা যখন রাজি ছিল না তখন আমার কোন দুশ্চিন্তা ছিল না। এসব আমি ভাবিই নি।
আবার এ ও মনে হয় - মেয়ের বা ফ্যামিলির কোন অপরাধ নেই। এখন না করে দিলে পরে যখন বিয়ে করতে যাব তখনো অনুরূপ সিদ্ধান্তহীনতায় ভুগতে পারি।
এক ফতোয়াতে দেখেছিলাম, দ্বীনের ব্যাপারে ফায়দার সম্ভাবনা থাকলে নাকি শয়তান ওয়াসওয়াসা দেয়।
আমার ব্যাপারে কি এটা ওয়াসওয়াসা? আউযুবিল্লাহ পড়লে মাঝে মাঝে নির্ভার লাগে মনে হয়। চিন্তা কিছুটা কমে মনে হয়। তবে পুরোটা কমেনা।
উল্লেখ করা প্রয়োজন, আমি কখনোই কোন ব্যাপারে নিশ্চিত হয়ে সিদ্ধান্ত নিতে পারিনা। ছোট থেকেই। এমনকি যেকোন জব এ, বা কোন কিছু কিনতে গেলেও আমি অশান্তিতে পড়ি। নিশ্চিত হয়ে সিদ্ধান্ত নেবার ক্ষমতা আমার একেবারেই কম।
এব্যাপারে পরামর্শ কি?