ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহাম।
জবাবঃ-
যাকাত ওয়াজিব হওয়ার নেসাব পরিমাণ সম্পত্তির মালিক হওয়া শর্ত নয়।(ফাতাওয়ায়ে হিন্দিয়া-৫/২৯২, কিতাবুল-ফাতাওয়া-৪/১৩১) দেখুন- https://www.ifatwa.info/1811
আরো জানুন-https://www.ifatwa.info/1688,মালে নামী(ক্রমবর্ধমান)মালের ব্যখ্যা জানতে ভিজিট করুন-https://www.ifatwa.info/1434
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনার বাবার উপর কয়েক বৎসরের যাকাত ওয়াজিব ছিল, এই কয়েক বৎসরের যাকাত দেয়া হয়নি। এখন যদি তিনি যাকাত আদায় করেন, এবং যাকাত আদায় করার পরও উনার নিকট (অক্রমবর্ধমাণ) নেসাব পরিমাণ মাল থাকে, তাহলেও উনার উপর কুরবানি ওয়াজিব হবে। আর যদি উনি যাকাত আদায় না করেন, এবং উনার নিকট (অক্রমবর্ধমাণ) নেসাব পরিমাণ মাল থাকে তবেও উনার উপর কুরবানি ওয়াজিব হবে। যদি উনি যাকাত আদায় না করেন, এবং আপনি উনার অনুমতি সাপেক্ষ্যে যাকাত আদায় করে নেন, তাহলে উনার পক্ষ্য থেকে যাকাত আদায় হয়ে যাবে। উনার মৃত্যুর পর আর উনার অনুমতির কোনো প্রয়োজনিয়তা নাই। বরং আপনি উনার বকেয়া যাকাত আদায় করতে পারবেন।